ঢাকা ওয়াসার দীর্ঘদিনের ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান অবশেষে পদত্যাগ করেছেন। দুর্নীতি, অনিয়ম এবং দক্ষতাহীনতার অভিযোগের মুখে তিনি দীর্ঘদিন ধরে সমালোচিত ছিলেন।
আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) এমডির স্টাফ অফিসার ও ঢাকা ওয়াসার নির্বাহী প্রকৌশলী বদরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তাকসিম এ খান প্রায় দেড় দশক ধরে ঢাকা ওয়াসার চাবিকাঠি হাতে ছিলেন। এই সময়কালে ওয়াসা বহু সমস্যায় জর্জরিত হয়ে পড়ে। পানির দাম বারবার বাড়ার পরও সেবা উন্নতি না হওয়া, দুর্নীতির অভিযোগ, প্রকল্প বাস্তবায়নে দেরি ইত্যাদি সমস্যা ওয়াসাকে জর্জরিত করে রেখেছিল।
তাকসিমের দীর্ঘদিন ক্ষমতায় থাকার পেছনে শাসক দলের পৃষ্ঠপোষকতার কথা বলা হয়। তবে সরকার পরিবর্তনের পর তাঁর অবস্থান দুর্বল হয়ে পড়লে অবশেষে তাঁকেও পদত্যাগ করতে হয়।
এর আগে, শেখ হাসিনা সরকারের পতনের পর, তাকসিমকে অবিলম্বে পদত্যাগ ও গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করেছেন ঢাকা ওয়াসার কর্মকর্তা-কর্মচারীরা।
তাকসিমের পদত্যাগ ঢাকা ওয়াসার জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। এবার দেখার বিষয়, নতুন ব্যবস্থাপনা এই সুযোগকে কাজে লাগিয়ে ওয়াসাকে একটি দক্ষ ও জনসেবামূলক সংস্থা হিসেবে গড়ে তুলতে পারবে কিনা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post