প্রবাসীদের কাছে জনপ্রিয় কয়েকটি পেশাসহ মোট ১৩ টি কাজে আগামী ৬ মাসের জন্য বিদেশি কর্মী নিয়োগে স্থগিতাদেশ দিয়েছে ওমানের শ্রম মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত ৪৫২/২০২৪ মোতাবেক শ্রম আইনের অধীনে জারিকৃত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করে নিজেদের এক্স হ্যান্ডেলেও পোস্টার শেয়ার করেছে মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের নেওয়া সিদ্ধান্তের তৃতীয় ধারায় নির্মাণ, সেবা এবং ব্যবসায়িক খাতের এসব পেশা সম্পর্কে বিস্তারিত উল্লেখ করা হয়েছে। যেসব পেশায় আগামী ৬ মাস আর প্রবাসীদের নিয়োগ করা যাবেনা তার মধ্যে আছে- নির্মাণ কর্মী, ক্লিনার, লোডার বা আনলোডার, ব্রিকলেয়ার্স, স্টিল ফিক্সার্স, পুরুষ বা মহিলাদের পোশাকের দর্জি, ইলেক্ট্রিশিয়ান, ওয়েটার, পেইন্টার, শেফ এবং নাপিতের কাজ। আপাতত নতুন করে এসব ক্ষেত্রে কেবল ওমানিদেরই নিয়োগ করা যাবে।
ওমানে নিজেদের ভবিষ্যত নিয়ে যখন প্রবাসীরা বিভিন্ন রকমের উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে আছেন তখন জনপ্রিয় এসব খাতে কর্মী নিয়োগ বন্ধের ঘোষণা- ‘মরার উপর খাঁড়ার ঘা’ হিসেবেই দেখা হচ্ছে।
গত ৮ মাসে ওমানে প্রায় ১২ হাজার অবৈধ প্রবাসী গ্রেপ্তার হয়েছেন। তাদের মধ্যে সাড়ে ৯ হাজারের বেশি প্রবাসীর ভিসাও বাতিল করা হয়। সবমিলিয়ে ওমানে প্রবাসীদের সময় কিছুটা
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post