ইংল্যান্ডে দাঙ্গার ঘটনায় গত দুই সপ্তারে এক হাজারেরও বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। বিশৃঙ্খলার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ন্যাশনাল পুলিশ চিফস কাউন্সিলের (এনপিসিসি) একজন কর্মকর্তা।
গতকাল মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এনপিসিসি জানায়, সাম্প্রতিক দাঙ্গায় সারা দেশে এক হাজারের বেশি দাঙ্গাকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ২৯ জুলাই ইংল্যান্ডের সাউথপোর্ট শহরে একটি নাচের কর্মশালায় ছুরি হামলা চালায় ১৭ বছর বয়সী এক কিশোর। ওই হামলায় নিহত হয় তিন শিশু। অভিযুক্ত ওই কিশোরকে গ্রেপ্তার করে পুলিশ।
এই ঘটনার পরই গুজব ছড়িয়ে পড়ে যে গ্রেপ্তার ওই কিশোর একজন মুসলিম এবং অভিবাসী। এর জেরে দাঙ্গা শুরু করে দেশটির কট্টর ডানপন্থীরা। বিভিন্ন শহরে আরও দাঙ্গা ছড়িয়ে পড়ার আশঙ্কায় কয়েক হাজার পুলিশ মোতায়েন করা হয়। দাঙ্গাকারীদের হামলায় এ পর্যন্ত লন্ডনসহ বিভিন্ন অঞ্চলে আহত হয়েছেন শতাধিক পুলিশ সদস্য।
এনপিসিসির বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, আটক সহস্রাধিক ব্যক্তির মধ্যে ৫৭৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
যুক্তরাজ্যের বিচার বিভাগ দ্রুত বিচার আদালতের মাধ্যমে মামলাগুলোর নিষ্পত্তি করার চেষ্টা করছে। দাঙ্গায় জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তি দেওয়ার ঘোষণা দিয়েছে ব্রিটিশ সরকার।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post