ওমানে বিদেশি জনশক্তির উপর নির্ভরতা কমাতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এছাড়া অবৈধ প্রবাসীরা যেন কোনোভাবেই দেশটিতে অবস্থান করতে না পারেন সে লক্ষ্যে অভিযানও জোরদার করা হয়েছে।
তথ্য বলছে, গত ৮ মাসে ওমানে বাংলাদেশিসহ ১২ হাজার অবৈধ প্রবাসী গ্রেপ্তার হয়েছেন। তাদের মধ্যে ৯ হাজার ৭০০ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
বর্তমানে ওমানের অবৈধ প্রবাসীদের কাছে আতঙ্কের নাম সিকিউরিটি এন্ড সেফটি বিভাগ। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী অব. ব্রিগেডিয়ার জেনারেল সাইদ বিন সুলাইমান বলেন, বিগত দিনের মত সামনেও এই অভিযান অব্যাহত থাকবে।
ওমান যে প্রবাসী কর্মীদের উপর নির্ভরতা কমাতে চায় তা স্পষ্ট করে তিনি জানান, তার প্রতিষ্ঠানের অন্যতম লক্ষ্য হলো ওমানাইজেশন পলিসি বাস্তবায়ন করা এবং নির্দিষ্ট কিছু পেশা থেকে প্রবাসীদের ছাঁটাই করা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post