মালদ্বীপে আনডকুমেন্টেড প্রবাসীদের বৈধকরণ ও ইমিগ্রেশনের বিভিন্ন অপারেশনে ভিসা থাকা বাংলাদেশিরা যাতে হয়রানির শিকার না হয় সে বিষয়ে মালদ্বীপকে অনুরোধ জানিয়েছে দেশটির বাংলাদেশের হাইকমিশন।
মঙ্গলবার হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ মালদ্বীপের পররাষ্ট্র সচিব মিজ ফাতিমা ইনায়ার সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় তিনি এ অনুরোধ জানান। সাক্ষাৎকালে মিশনের শ্রম কাউন্সেল মো. সোহেল পারভেজ উপস্থিত ছিলেন।
এছাড়াও হাইকমিশনার বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়, ব্যবসা, পর্যটন, বন্দি বিনিময় চুক্তি, কাস্টমস সহযোগিতা চুক্তি ও ডাইরেক্ট শিপিং চুক্তি ইত্যাদি বিষয়ে আলোচনা করেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post