সর্বশেষ

আমিরাতে দেশের ভাবমর্যাদা নষ্ট করছে একশ্রেণির বাংলাদেশি!

14 07 sanaullah240714184313

লুঙ্গি বাংলাদেশিদের জাতীয় পোশাক বা দেশীয় সংস্কৃতি ঐতিহ্যের পোশাক বটে! তবে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমর্যাদা অক্ষুন্ন রাখার স্বার্থে সংশ্লিষ্ট দেশের কালচারের প্রতি শ্রদ্ধায় খেয়াল রাখা খুবই জরুরি। অভিমত সচেতন প্রবাসীদের।

অথচ একশ্রেণির বাংলাদেশি আরব আমিরাতে লুঙ্গি পরে ঘরের বাইরে অবাধ চলাফেরা করে অশোভনীয় ও বেমানান কাজ করে যাচ্ছে। এসব লোক জনসম্মুখে, শপিংমলে, মসজিদে, বাস ও রাস্তা-ঘাটসহ বিভিন্ন জায়গায় লুঙ্গি পরে অবাধ চলাফেরা করে দেশের ভাবমর্যাদা নষ্ট করছে।

দেশে লুঙ্গি পরে অবাধ চলাফেরা করা শোভনীয় হলেও বিদেশের মাটিতে বা উন্নত দেশে এসে লুঙ্গি পরে দেশীয় সংস্কৃতির মতো অবাধ চলাফেরা করা দেখলে মনে হয় যেন নিজ দেশের মতো করেই চলাফেরা করছে তারা। যা একেবারেই পছন্দ করেন না আমিরাতের নাগরিক ও পুলিশ প্রশাসন। এতে বিরূপ মন্তব্য করতেও শোনা যায় তাদের। অপরদিকে অশোভনীয় এ কাজটিতে লজ্জিত ও বিব্রতবোধ করছেন অন্য প্রবাসী বাংলাদেশিরাও।

ঘরের বাইরে লুঙ্গি পরে চলাফেরা অশোভনীয় এবং দেশের ভাবমর্যাদা নষ্ট হয় এমন কথা বলতে গেলে পরনিন্দায় ওইসব লোক বলে থাকে অমুক দেশের লোকেরা লুঙ্গি পরে ঘরের বাইরে জনসম্মুখে, রাস্তায়, শপিংমল ও মসজিদে আসলে কোনো দোষ হয় না। আর আমরা বাঙালীরা লুঙ্গি পরে ঘরের বাইরে আসলেই যতো দোষ। বাংলাদেশিদের হাজারো সমস্যা আছে সেগুলো কি নজরে আসে না। শুধু লুঙ্গি নিয়ে এতো কথা বলেন কেন। তাদের মতে, লুঙ্গি বাংলাদেশের জাতীয় পোশাক। দেশীয় সংস্কৃতি ঐতিহ্যের পোশাক। সুতরাং তাতে কোনো দোষ হওয়ার কথা নয়। কিন্তু এটা যে নিজ দেশ নয়, তাছাড়া শ্রমবাজারেও এর প্রভাব পড়তে পারে। এমন চিন্তা-ভাবনা নেই ওইসব লোকদের ধারেকাছেও। মনে হচ্ছে যেন সেটা বেমালুম ভুলেই গিয়েছে তারা। কিন্তু কে বুঝাবেন এসব লোকদের। অথচ আমিরাতে ভিসা লাগানোর আগে প্রশাসনের পক্ষ থেকে ভিডিও লাইভের মাধ্যমে সুন্দর ও শান্তিপ্রিয় দেশটির আইনশৃঙ্খলা সম্পর্কে বাস্তব চিত্র তুলে ধরে ধারণা দেয়া হয়।

অপরদিকে আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর ও দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন বাংলাদেশিদের আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে এ দেশটির আইন-কানুনের প্রতি সম্মান রেখে দেশের ভাবমর্যাদা উজ্জ্বলে কাজ করার আহবান জানিয়ে আসছেন নিয়মিত।
সচেতন প্রবাসীদের মতে, অন্য দেশের লোকদের মধ্যে কে কিভাবে চলাফেরা করলেন বা করেন সেটা আমাদের দেখার বিষয় নয়। বরং আমরা সভ্য জাতি হিসেবে বিদেশের মাটিতে বা আন্তর্জাতিক অঙ্গনে আমাদের দেশের সম্মান অক্ষুন্ন রাখার স্বার্থে কিভাবে চলাফেরা করছি বা করতে পারি সেটাই কিন্তু আমাদের দেখার বিষয়।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup