প্রযুক্তি বাজারে এরই মধ্যে বেশ জনপ্রিয় বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টওয়াচ। তবে এবার গ্যালাক্সি রিং নামে স্মার্ট রিং নিয়ে এসেছে প্রযুক্তি জায়ান্ট স্যামসাং। চলতি সপ্তাহে এক অনুষ্ঠানে নতুন পণ্যটি বাজারে আনার কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে তারা। খবর বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, গত বুধবার প্যারিসে আয়োজিত একটি অনুষ্ঠানে গ্যালাক্সি রিংয়ের মোড়ক খুলেছে প্রতিষ্ঠানটি। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের মাধ্যমে সুপারচার্জিং করা ডিভাইসগুলোর ইকোসিস্টেমে সর্বশেষ সংযোজন স্মার্ট আংটি। পণ্যটি মুক্তির এ সময়টিকে স্যামসাংয়ের জন্য একটি বিশেষ মুহূর্ত বলে ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে স্যামসাংয়ের মোবাইল বিভাগের ভাইস প্রেসিডেন্ট এবং প্রধান জেমস কিটো। তিনি বলেছেন, এখন পর্যন্ত স্যামসাংয়ের সবচেয়ে ছোট ও স্বতন্ত্র পণ্য এটি, যা ২৪ ঘণ্টা ব্যবহারকারীর স্বাস্থ্য ও ঘুমের তথ্য পর্যবেক্ষণ করে।
স্যামসাংয়ের তরফ থেকে জানানো হয়েছে, ডিভাইসটির মধ্যে থাকা ছোট ছোট সেন্সরের মাধ্যমে এটি ব্যবহারকারীর বিভিন্ন শারীরিক তথ্য পর্যবেক্ষণ করবে। ডিভাইসটির মাধ্যমে হৃৎস্পন্দনের হার, ঘুম ও পিরিয়ডের মতো নানা স্বাস্থ্যবিষয়ক তথ্য পাওয়া যাবে। তারা আশা করছে, নতুন এ ডিভাইস ফিটনেস সচেতন প্রযুক্তিপ্রেমীদের আকৃষ্ট করতে পারে।
বিশ্লেষকরা বলছেন, আকারে ছোট ও মসৃণ হওয়ায় বাজারে থাকা স্মার্টওয়াচের প্রতিদ্বন্দ্বী হতে পারে এটি। সিসিএস ইনসাইটের বিশ্লেষক বেন উড বলেছেন, অবশ্য এরই মধ্যে বাজারে থাকা ২৫ কোটি স্মার্টওয়াচের সঙ্গে প্রতিযোগিতার বিষয়টি চিন্তা করলে এটিকে স্যামসাংয়ের একটি বাজি মনে করা যায়। তবে ২০২৫ সালের মধ্যে বিশ্বজুড়ে ৪০ লাখ স্মার্ট রিংয়ের বাজার তৈরি হতে পারে বলেও আশা করছেন তিনি।
এরই মধ্যে ফিনল্যান্ডের হেলথ টেক কোম্পানি ওরার স্মার্ট রিং বাজারে পাওয়া যাচ্ছে। তবে অনেকে মনে করছেন, স্যামসাং স্মার্ট রিংয়ের বাজারে প্রবেশ করার ফলে এটি সহজেই মূলধারার পণ্যে পরিণত হতে পারে। পণ্যের বাজার পরিস্থিতি নিয়ে গবেষণা করে, এ ধরনের একটি প্রতিষ্ঠান আইডিসি। প্রতিষ্ঠানটির বিশ্লেষক ফ্রান্সিসকো জেরোনিমো বলেছেন, বেশির ভাগ ব্যবহারকারীরই প্রথম ব্যবহৃত স্মার্ট রিং হতে যাচ্ছে স্যামসাংয়ের এ পণ্য। আর বিষয়টি বাজারে স্যামসাংয়ের দীর্ঘমেয়াদি অবস্থান তৈরিতে সাহায্য করবে।
ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১১ বা এর পরের অপারেটিং সিস্টেমগুলোয় কাজ করবে। ২৪ জুলাই থেকে যুক্তরাজ্যের বাজারে আসবে ডিভাইসটি। সেখানে ডিভাইসটির প্রাথমিক মূল্য হবে ৩৯৯ পাউন্ড (৫১৫ ডলার)।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post