ভিসা জালিয়াতির অভিযোগে বাংলাদেশিসহ ৪৪ জনকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। গত বুধবার রাত থেকে ইতালিতে এ অভিযান শুরু হয়। আজ শনিবার পর্যন্ত অভিযান অব্যাহত থাকে। এই অভিযানেই বাংলাদেশ ও আফ্রিকাসহ বেশ কিছু দেশের ৪৪ জন নাগরিককে গ্রেপ্তার করে ইতালির পুলিশ।
তবে এর মধ্যে কতজন বাংলাদেশি রয়েছেন, তা জানা যায়নি।
গ্রেপ্তারদের মধ্যে ১৩ জনকে কারাগারে, ২৪ জনকে গৃহবন্দী ও ৭ জনকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের হেফাজতে রাখা হয়েছে। এ তদন্তে চাঞ্চল্যকর তথ্য পাওয়ার কথা জানিয়েছে ইতালির পুলিশ প্রশাসন ও প্রসিকিউটররা। নাপলির পাশে সালের্নোতে অস্তিত্বহীন ও ভুয়া তথ্যে বিপুল অর্থের বিনিময়ে প্রায় আড়াই হাজার স্পন্সর ভিসা দেওয়া হয়েছে।
চক্রের সঙ্গে সরকারি আমলারাও জড়িত বলে জানা গেছে। অভিযানে দালালদের কাছ থেকে নগদ প্রায় ছয় মিলিয়ন অবৈধ ইউরো জব্দ করা হয়েছে। অভিযান আরো জোরদার করা হবে বলে জানিয়েছে পুলিশ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post