আমিরাতের আবুধাবিতে বেসরকারি খাতে কর্মরত কর্মীদের সুবিধা বিবেচনায় নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আবুধাবির জনস্বাস্থ্যবিষয়ক সংস্থা ডিসিডির নেওয়া এই উদ্যোগের একটি নারীদের জন্য মাতৃত্বকালীন ছুটি দুই মাস থেকে বাড়িয়ে ৯০ দিন করা। মূলত আমিরাতের তরুণ-তরুণীদের মাঝে বিয়ে, পরিবার এবং সন্তান নেয়াকে উৎসাহিত করতেই এই পদক্ষেপ।
দেশটির শ্রম আইন অনুসারে, সরকারি খাতে কর্মরত নারীরা আগে থেকেই বেতনসহ তিন মাসের মাতৃত্বকালীন ছুটি উপভোগ করে আসছেন।
তবে বেসরকারি সংস্থায় কর্মরত নারীদের সর্বোচ্চ ৬০ দিনের ছুটি দেয়া হতো যেখানে ৪৫ দিন বেতনসহ এবং ১৫ দিনের অর্ধ বেতন দেয়া হতো।
এখন নতুন উদ্যোগের আওতায় আমিরাতের বিবাহিত তরুণী এবং মায়েরা যারা বেসরকারি খাতে কর্মরত আছেন তারা ৯০ দিনের ছুটি উপভোগ করবেন। কর্তৃপক্ষ জানিয়েছে, এ সময় মায়ের পর্যাপ্ত বিশ্রামসহ নবজাতক যথেষ্ট যত্ন পাবে বলে ধারণা করা হচ্ছে।
আবুধাবি সোশ্যাল সাপোর্ট অথরিটি নতুন নিয়ম বাস্তবায়ন ও তদারকি করবে। পাশাপাশি, প্রথমবার মা হয়েছেন এমন নারীদের বাসায় গিয়ে স্বাস্থ্যসেবা দেয়া হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post