মালয়েশিয়ায় একের পর বাংলাদেশি বিভিন্ন অপরাধে অভিযুক্ত হয়ে গ্রেপ্তার হচ্ছেন। সম্প্রতি দেহ ব্যবসার অভিযোগে ১১ বাংলাদেশি নারীকেও গ্রেপ্তার করেছে অভিবাসন বিভাগ। অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক রুসলিন জুসোহ কুয়ালালামপুরের আটটি পৃথক স্থানে অভিযান চালানোর তথ্য দেন।
তিনি জানান, স্থানীয়দের অভিযোগে ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুই সপ্তাহ ধরে নজরদারির পর এই অভিযান চালানো হয়েছে। গ্রেপ্তার হওয়া ১১ জন বাংলাদেশি নারী দেহ ব্যবসার সাথে জড়িত ছিলেন।
এদিন সবমিলিয়ে ৭৫ জন প্রবাসী গ্রেপ্তার হন। তাদের মধ্যে ৫৭ জনই নারী। এর মধ্যে ৩২ জন ইন্দোনেশীয়, ১১ জন বাংলাদেশি, আটজন ভিয়েতনামি এবং ছয়জন ভারতীয়। অভিযানে একটি মোবাইল ফোন, ১৫টি ইন্দোনেশীয় পাসপোর্ট, পাঁচটি ভিয়েতনামি পাসপোর্টসহ নগদ ১ হাজার ৭৫০ রিঙ্গিত, একটি কম্পিউটার ও গ্রাহকদের নিবন্ধনের জন্য ১০টি ওয়ার্কবুক জব্দ করা হয়েছে।
রুসলিনের মতে, গ্রাহকদের রুমে প্রবেশ করিয়ে ক্যাটালগ দেখিয়ে ঘণ্টা প্রতি ১০০ থেকে ৪০০ রিঙ্গিত আদায় করা হতো। প্রবাসীরা অভিবাসন আইন, পাসপোর্ট আইন এবং ইমিগ্রেশন রেগুলেশন-এর অধীনে অপরাধ করেছেন। আরও তদন্তের জন্য তাদের সেমেনিহ ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post