ওমানের সর্ববৃহৎ সবজির বাজার আল মাওয়ালেহ সেন্ট্রাল মার্কেট বন্ধের পর বিকল্প হিসেবে চালু হয়েছে খাজায়েন সেন্ট্রাল মার্কেট।
গত ২৯ জুন পরীক্ষামূলকভাবে চালু হলেও সিলাল মার্কেটে এখন পুরোদমে ব্যবসায়িক কার্যক্রম চলছে। এখন থেকে বড় পরিসরে সবজি ও ফল বেচাকেনার কাজ এখান থেকেই পরিচালিত হবে।
বহুল পরিচিত সিলাল মার্কেটের অবস্থান খাজায়েন অর্থনৈতিক এলাকায়। ৫০০ স্কয়ার মিটার ব্যাপ্তির এই মার্কেট তৈরিতে ব্যয় হয়েছে ৫ কোটি রিয়াল। স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ের সবজি বা ফল আমদানি-রপ্তানির সকল কাজ এই মার্কেট থেকেই পরিচালিত হবে।
গত ২৯ জুন পর্যন্ত এসব পণ্য বেচাবিক্রির সুপরিচিত স্থান ছিলো আল মাওয়ালেহ সেন্ট্রাল মার্কেট। দীর্ঘ দুই যুগেরও বেশি সময়ের বাজারটিতে কর্মস্থান হয়েছিলো প্রায় ৩০হাজার মানুষের।
গত শনিবার স্থানটি পরিদর্শনকালে প্রবাস টাইমের প্রতিবেদক হাশেম চৌধুরীর কাছে প্রবাসী বাংলাদেশিদের অনেকেই নিজেদের দুর্ভোগের কথা জানিয়েছেন।
তাদের ভাষ্য, এই স্থানান্তর প্রক্রিয়ায় তারা আর্থিকভাবে ভীষণ ক্ষতিগ্রস্ত হয়েছেন। যদিও আধুনিকায়ন এবং সুদূরপ্রসারী পরিকল্পনার অংশ হিসেবে জনপ্রিয় এই সবজি মার্কেটটির স্থান বদলের কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
এদিকে পাইকারি বেচাবিক্রি বন্ধ হলেও মূল মার্কেটে খুচরা বেচাকেনা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে মাস্কাট মিউনিসিপ্যালিটি।
এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, শনিবার থেকে মাওয়ালেহ মার্কেটের সকল পাইকারি কার্যক্রম এবং মূল শেড স্থায়ীভাবে বন্ধ করা হয়েছে।
তবে সাধারণ ক্রেতাদের জন্য প্রতি শনি থেকে বৃহস্পতিবার সকাল ৬ টা থেকে রাত ১০ টা পর্যন্ত খুচরা বিক্রেতারা মার্কেটে বসবেন।
এছাড়া হালকা যানবাহন মার্কেটের ২ নম্বর গেট দিয়ে ভিতরে প্রবেশ করার সুযোগ পাবে বলেও জানা গেছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post