ওমানের তাপমাত্রা অসহনীয় পর্যায়ে পৌঁছানোয় ৩ দিনের সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ।
সোমবার থেকে বুধবার পর্যন্ত নাগরিক ও প্রবাসীদের তাপপ্রবাহের ঝুঁকি এড়াতে বাড়তি সতর্ক থাকতে বলেছে সংস্থাটি। গত কয়েকদিনে হামরা আদ দুরু, ইব্রা, হাইমা ও সুর এলাকায় ৫০ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
নিয়োগকর্তা ও কর্মীদের বাড়তি সচেতন হয়ে সরকারের কর্মবিরতি আদেশ মেনে চলতেও বলা হয়। এছাড়া পর্যাপ্ত পানি পান, অতি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়া, হালকা ও ঢিলেঢালা পোশাক পরিধান করার ব্যাপারেও বাসিন্দাদের পরামর্শ দিয়েছে ওমান।
ওমানের মত আমিরাত, সৌদি ও মধ্যপ্রাচ্যের দেশগুলোয় তাপমাত্রা অসহনীয় পর্যায়ে পৌঁছে গেছে। এরইমধ্যে কর্মীদের জন্য মধ্যাহ্নবিরতির বাধ্যবাধকতা আরোপ করেছে দেশগুলোর কর্তৃপক্ষ।
এদিকে সংযুক্ত আরব আমিরাতে সারাদেশের মসজিদের ইমামদেরকে ১০ মিনিটে জুমার খুতবা ও নামাজ শেষ করার নির্দেশনা জানিয়েছে দেশটির প্রশাসন।
একই কারণে গত সপ্তাহে পবিত্র দুই নগরী মক্কা ও মদিনার মসজিদে ১৫ মিনিটে জুমার খুতবা ও নামাজ শেষ করার নির্দেশনা দেয় সৌদি কর্তৃপক্ষ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post