প্রতিদিনের মতো অফিসে বসে দিব্যি কাজ করছিলেন নিজের ল্যাপটপে। কিন্তু কাজ করতে করতেই হঠাৎ শারীরিক অস্বস্তি। এর পর মাথা পিছনে হেলিয়ে দিলেন তিনি। এর পরেই সতর্ক হন পাশের কর্মীরা।
পাশে বসে থাকা কর্মীরা তাঁর বুকে হাত বুলিয়ে দেন। জায়গা ফাঁকা করে শুইয়ে তার চোখেমুখে জল দেন। এরপর সিপিআর অর্থাৎ কার্ডিয়োপালমোনারি রিসাসিটেশন দেওয়ার চেষ্টা হয়। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে।
ভারতের উত্তরপ্রদেশে মাহোবায় এই ঘটনা ঘটেছে। ঘটনাটির সিসিটিভি ফুটেজে দেখা যায়, এইচডিএফসি ব্যাংকের মাহোবা শাখায় এগ্রি-জেনারেল ম্যানেজার রাজেশ গত ১৯ জুন অফিস করছিলেন রাজেশ।
কিন্তু কয়েক মিনিটের একটি মর্মান্তিক ঘটনা তাকে আর ফিরতে দেয়নি। অফিস ল্যাপটপে সবার মাঝে বসে কাজ করতে করতেই তার হার্ট অ্যাটাক হয় এবং সেটি মাইল্ড ছিল না, ছিল সিভিয়ার হার্ট অ্যাটাক। যার ফলে চেষ্টাকরেও আর বাঁচানো সম্ভব হয়নি তাকে।
হার্ট অ্যাটাক হয়েছিল বুঝতে পেরেছিলেন সহকর্মীরা। তাই দ্রুত সিপিআর অর্থাৎ কার্ডিয়োপালমোনারি রিসাসিটেশন দিতে শুরু করেন। তাতেও পরিস্থিতির উন্নতি হয়নি। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
বর্তমানে তরুণদের মধ্যে হার্ট অ্যাটাকের ঘটনা অনেকটাই বেড়ে গেছে। দেখা যাচ্ছে, এর পেছনে বর্তমান জীবনযাপনের বেশ কিছু দিক দায়ী। অস্বাস্থ্যকর খাওয়াদাওয়ার পাশাপাশি শরীরচর্চা না করা ও অনিয়মিত জীবনযাপনের কারণেই বাড়ছে এমন মর্মান্তিক ঘটনা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post