প্রচণ্ড গরমের কারণে এবারের হজ গেল কয়েক বছরের মধ্যে ব্যতিক্রম। এরই মধ্যে একদিকে যেমন হজযাত্রীর মৃত্যু হচ্ছে, তেমনি পবিত্র ভূমিতে জন্ম নিচ্ছে শিশু। কয়েক দিন আগে পবিত্র মক্কা নগরীতে এক শিশুর জন্ম হয়। তার নাম রাখা হয় মুহাম্মদ। এবার পবিত্র হজের দিন আরাফাতের ময়দানে ভূমিষ্ঠ হলো ফুটফুটে এক শিশু।
পবিত্র হজের দিন আল্লাহর দরবারে ফরিয়াদ নিয়ে আরাফাতের ময়দানে জড়ো হয়েছিলেন লাখ লাখ হাজি। হজের দিন আরাফাতের ময়দানে দোয়া কবুল হয়। আর এদিনই এক ফুটফুটে ছেলে সন্তানের জন্ম দিলেন এক মা। আরাফাতের ময়দানে জাবালুর রাহমা হাসপাতালে ওই শিশুর জন্ম হয়। শিশুটির মা একজন পাকিস্তানি নারী।
চলতি বছর এটিই আরাফাতের ময়দানে প্রথম কোনো শিশু জন্ম নেওয়ার ঘটনা। আধ্যাত্মিক এই সফরে এটা নতুন মাত্রা যোগ করেছে। তবে সন্তানের জন্ম দিলেও নিজের নাম পরিচয় প্রকাশ করেননি ওই নারী। এমনকি তার ছবি তুলতেও অস্বীকৃতি জানান তিনি। গর্ভাবস্থার ৩৭তম সপ্তাহে সন্তানের জন্ম দিয়েছেন ওই নারী।
প্রচণ্ড গরমের মধ্যেই ওই শিশুর জন্ম হলেও নবজাতকের ওজন ৩ কেজি ৪০ গ্রাম বলে জানিয়েছেন চিকিৎসকরা। হাসপাতালের সূত্র জানিয়েছে, মা ও শিশু দুজনেই সুস্থ আছে। তবে আরও কিছু সময় তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। ওই শিশুর ডেলিভারিতে নেতৃত্ব দিয়েছেন ডা. আমিনা আল-শেখ। সফলভাবে সন্তান ডেলিভারি করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি।
শিশুটির ওজন এবং অবস্থা স্বাভাবিক আছে বলে উল্লেখ করেছেন ডা. আমিনা। তিনি বলেন, একটি শিশুর জন্ম সবসময় আনন্দদায়ক। তবে হজের সময় এমন একটি ঘটনার সাক্ষী হতে পারা আরও বেশি বিশেষ। মা ও শিশু দুজনই স্থিতিশীল অবস্থায় আছে। আমরা তাদের গভীরভাবে মনিটর করছি, যেন তারা সুস্থ থাকে।
ইসলামিক ক্যালেন্ডারে যে কয়েকটি দিন মুসলিমদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আরাফাতের দিন সেগুলোরই একটি। এদিন লাখ লাখ হাজি আরাফাতের ময়দানে জড়ো হয়ে আল্লাহর সান্নিধ্য লাভের জন্য দোয়া করে। এখানেই আল্লাহ হাজিদের ওপর ক্ষমা ও দয়া বর্ষণ করে থাকে, তাই এই ময়দান ক্ষমা ও দয়ার প্রতীক হিসেবে মনে করা হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post