যথাযোগ্য মর্যাদায় মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে উদযাপিত হলো পবিত্র ঈদুল আজহা। রোববার (১৬ জুন) ভোর ৫টা ৩ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে কুয়েত গ্র্যান্ড মসজিদে, যেখানে ১০ হাজার পুরুষ ও ১ হাজার মহিলার জামাতে নামাজ আদায়ের ব্যবস্থা ছিল।
এ ছাড়া জুমা মসজিদে ও উন্মুক্ত স্থানে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন দেশের প্রবাসীদের বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয় হাসাবিয়া বড় মসজিদে।
এবারও কুয়েতের ধর্ম মন্ত্রণালয়ের অনুমতিতে বাংলাদেশি অধ্যুষিত এলাকার ২০টি মসজিদে বাংলায় খুতবা পাঠ করেন বাংলাদেশি খতিবরা। আশপাশের এলাকাগুলো থেকে প্রবাসী বাংলাদেশিরা বন্ধুবান্ধব ও পরিবার নিয়ে জামাতে নামাজ আদায় করতে ছুটে আসেন এসব মসজিদে।
ঈদের জামাত শেষে শুভেচ্ছা বিনিময় করেন প্রবাসীরা। পরে তারা স্বজন-সহকর্মীদের নিয়ে কোরবানি দেন। আবার অনেকে নামাজ শেষে প্রস্তুতি নেন প্রতিদিনের মতো কাজের।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post