রেমিট্যান্স বা প্রবাসী আয়-বিশ্বজুড়েই অর্থনীতিতে রেখে চলেছে বড় ভূমিকা। বাংলাদেশেরও বৈদেশিক মুদ্রা পাওয়ার অন্যতম উপায় প্রবাসী আয়।
বাংলাদেশ, সৌদি আরব, কুয়েত, ইউএই, বাহরাইন, ওমান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, কাতার, লেবানন, জর্ডানসহ অন্যান্য দেশে জনশক্তি রপ্তানি করে। তবে গত বছরের তুলনায় চলতি বছর জনশক্তি রপ্তানি কমেছে প্রায় ৫ লাখ।
২০২৩ সালে বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানি হয়েছিল ১৩ লাখ ৫ হাজার ৪৫৩ জন। কিন্তু ২০২৪ সালে তা এসে কমে হয়েছে ৮ লাখ ৫০ হাজার ৩৫ জন।
জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে বাজেটে এই তথ্য তুলে ধরা হয়েছে।
তথ্য মতে, ২০১৪ সালে বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানি করা হয় ৪ লাখ ২৫ হাজার ৬৮৪ জন, ২০১৫ সালে ৫ লাখ ৫৫ হাজার ৮৮১ জন, ২০১৬ সালে ৭ লাখ ৫৭ হাজার ৭৩১ জন, ২০১৭ সালে ১০ লাখ ৮৫ হাজার ২৫ জন, ২০১৮ সালে ৭৩ হাজার ৪৮১ জন, ২০১৯ সালে ৭০ হাজার ১৫৯ জন, ২০২০ সালে ২ লাখ ১৭ হাজার ৬৬৯ জন, ২০২১ সালে ৬ লাখ ১৭ হাজার ২০৯ জন, ২০২২ সালে ১১ লাখ ৩৫ হাজার ৮৭৩ জন।
২০১৪ সালে বাংলাদেশের জনশক্তি রপ্তানির ২৫ শতাংশই ছিল ওমানে। কিন্তু তা ২০২৪ সালে তা হ্রাস পেয়ে দাঁড়ায় প্রায় সোয়া ৬ শতাংশে।
অন্যদিকে ২০১৪ সালে বাংলাদেশের জনশক্তি রপ্তানির ২ দশমিক ৫০ শতাংশ ছিল সৌদি আরবে। ২০২৪ সালে তা এসে বেড়ে দাঁড়িয়েছে ৪২ শতাংশে।
এদিকে, চলতি বছরের (২০২৪) ফেব্রুয়ারি পর্যন্ত সৌদি আরবে ৩ লাখ ৬৪ হাজার ৮৬৯ জন জনশক্তি রপ্তানি করেছে বাংলাদেশ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post