সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং বেপরোয়া ড্রাইভিং নিয়ন্ত্রণে নতুন আইন জারি করেছে কুয়েত সরকার। নতুন আইন অনুযায়ী, গাড়ি চালানো অবস্থায় মোবাইল ফোনে কথা বললে ৩০০ দিনার বা ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হবে।
সরকারের একটি নির্ভরযোগ্য সূত্রের বরাতে স্থানীয় দৈনিক আরব টাইমস এ তথ্য জানায়।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, সড়কে নিরাপত্তা ফেরাতে এবং বেপরোয়া ড্রাইভিং নিয়ন্ত্রণ করার জন্য কঠোর শাস্তি আরোপ করতে চায় কুয়েত সরকার। আরও বেশ কিছু নতুন ট্রাফিক আইনের প্রস্তাবিত সংশোধনী শিগগিরই অনুমোদন করা হবে বলেও ওই প্রতিবেদনে উঠে আসে।
নতুন আইনে অ্যালকোহল পান করে গাড়ি চালানোর জন্য এক থেকে তিন বছরের কারাদণ্ড অথবা ১ থেকে ৩ হাজার দিনার পর্যন্ত জরিমানা, গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করলে তিন মাসের জেল বা ৩০০ দিনার জরিমানা, গতি সীমার উপরে গাড়ি চালানোর জন্য তিন মাসের কারাদণ্ড বা ৫০০ দিনার জরিমানা, লাল বাতির ট্রাফিক সিগন্যাল ভাঙলে তিন মাসের কারাদণ্ড বা ২০০ থেকে ৫০০ দিনার পর্যন্ত জরিমানার কথা বলা আছে। গাড়ির গ্লাস রঙিন হলে দুই মাসের জেল বা সর্বোচ্চ ২০০ দিনার জরিমানা। ফায়ার ট্রাক, অ্যাম্বুলেন্স ও পুলিশের গাড়িকে রাস্তা না দিলে ২৫০ থেকে ৫০০ কুয়েতি দিনার পর্যন্ত জরিমানা আরোপ করা হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post