জানুয়ারি থেকেই ওমানে নিষিদ্ধ হচ্ছে প্লাস্টিক ব্যাগ, আইন অমান্য করলে মোটা অংকের জরিমানা
আগামী বছরের শুরু থেকেই ওমানে নিষিদ্ধ হচ্ছে প্লাস্টিকের ব্যাগ ব্যবহার। সেই হিসেবে আর মাত্র ১৪ দিন পর থেকেই নিষিদ্ধ হচ্ছে ওমানে প্লাস্টিক ব্যাগ ব্যবহার। দেশটির পরিবেশ সংরক্ষণ কর্তৃপক্ষ জানিয়েছে, এখন থেকে দেশটিতে অবস্থিত নাগরিকরা তাদের কেনাকাটার পর জিনিসপত্র বহন করার জন্য আর প্লাস্টিক ব্যাগ ব্যবহার করতে পারবে না।
তার জন্য তাদের বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে হবে। পহেলা জানুয়ারি থেকে দেশটিতে প্লাস্টিকের ব্যাগ ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। তাই আমরা নতুন বছরের শুরুতেই পরিবেশের উপর বিরূপ প্রভাব ফেলা প্লাস্টিক নিষিদ্ধ করতে পারায় অনেক আনন্দিত।
ওমানের একটি বেসরকারি সংস্থায় কর্মরত এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, “ফ্রিজে রাখা খাবার ও রান্নাঘরের বর্জ্য রাখার জন্য আমরা প্লাস্টিকের ব্যবহার বেশি করে থাকি। আগামী বছর থেকে প্লাস্টিকের ব্যবহার বন্ধ হয়ে যাওয়ায় আমাদের বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে হবে।”
প্লাস্টিকের প্রভাব সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়া ও দীর্ঘকাল ইএসও’র পরিবেশ সংরক্ষণ নীতিটির মূল ভিত্তি। গত বছর ইএসও’র প্রতিবেদন অনুসারে, পরিবেশ সংরক্ষণে স্কুলে সচেতনতামূলক প্রচার চালিয়ে যাওয়া হচ্ছিল।
আরো পড়ুনঃ ওমানে চাকরীর সুযোগ
দেশের পরিবেশ পরিষ্কার ও স্বাস্থ্যকর ওমানি পরিবেশের জন্য প্লাস্টিকের উপর আমাদের নির্ভরতা কমিয়ে নিয়ে আসতে হবে। প্লাস্টিক ব্যাগ নিষিদ্ধ করার সিদ্ধান্তটি রয়্যাল ডিক্রি নং ২৩/২০২০ অনুসারেও করা হয়েছে।
যেটিতে ওমান ১৯৪৪ সালে শিকাগোতে স্বাক্ষরিত আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সম্পর্কিত কনভেনশন এর ৫ Art (ক) এবং ৫৬ অনুচ্ছেদে সংশোধন সম্পর্কিত মন্ট্রিল প্রোটোকলকে অনুমোদন দেয়।
আরো পড়ুনঃ বৈধভাবে কানাডা যাবেন যেভাবে
উল্লেখ্য: আগামী বছরের ২০শে জানুয়ারি থেকে দেশটিতে প্লাস্টিক শপিং ব্যাগের ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হবে বলে ইতিপূর্বে এক বিবৃতিতে জানিয়েছে ওমানের পরিবেশ অধিদপ্তর। ২০২১ সালে জানুয়ারি মাসের পর দেশটিতে কেউ পলিথিন ব্যাগ ব্যবহার করলে ১০০ ওমানি রিয়াল থেকে দুই হাজার ওমানি রিয়াল জরিমানা গুনতে হবে।
যা বাংলাদেশী মুদ্রায় ২২ হাজার টাকা থেকে প্রায় সাড়ে ৪ লাখ টাকার সমপরিমাণ। সেইসাথে কোনো ব্যক্তি পুনরায় আবার একই নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ আইনে আরও কঠোর জরিমানা আরোপ করা হবে বলে এক বিবৃতিতে জানিয়েছে দেশটির পরিবেশ কর্তৃপক্ষ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post