মহামারি করোনাভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে চলতি বছর দেশ থেকে সবচেয়ে বেশি শ্রমিক যাওয়ার তালিকায় সৌদি আরবের পরেই রয়েছে ওমানের নাম। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য বলছে, চলতি বছর দেশ থেকে নতুন ভিসা নিয়ে ওমান গেছেন ৪৯৫ জন। করোনার পূর্বে প্রতি বছর বাংলাদেশ থেকে ৭ লাখের বেশি কর্মী বিদেশ গেলেও চলতি বছরের নভেম্বর পর্যন্ত ১ লাখ ৮৪ হাজার কর্মী বিদেশ গিয়েছে।
করোনার সংক্রমনের আগে প্রতি মাসে দেশ থেকে কর্মী যাওয়ার সংখ্যা ছিলো ৭০ হাজারের বেশি। যা করোনাভাইরাসের প্রকোপে ১৫০০ এর নিচে নেমে এসেছে। চলতি বছরের ১৭ নভেম্বর পর্যন্ত বিএমইটির ছাড়পত্র নিয়ে যেসব দেশে কর্মী গিয়েছে, তার মধ্যে শীর্ষে রয়েছে সৌদি আরব ৫০৮ জন, এরপরেই রয়েছে ওমান ৪৯৫ জন। এ ছাড়াও সংযুক্ত আরব আমিরাত ৩৯ জন, কাতার ৫ জন, জর্ডান ১ জন, সিঙ্গাপুর ২০ জন, জাপান ৩ জন, সাইপ্রাস ১ জন, পাকিস্তান ১ জন ও আয়ারল্যান্ডে গেছেন ১ জন।
আরো পড়ুনঃ ওমানে নতুন রাষ্ট্রদূতের প্রশংসনীয় উদ্যোগ
এদিকে নতুন শ্রমবাজার ওজবেকিস্তানে গেছেন ৩০ জন কর্মী। তবে বেসরকারীভাবে দেশটিতে ৮ শতাধিক কর্মী গিয়েছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বলছে, এটি একটি সম্ভাবনাময় শ্রমবাজার। সেখানে প্রাথমিকভাবে এই কর্মীদের পর্যবেক্ষণ করা হচ্ছে, সেখানে তারা কেমন থাকে। সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে
চলতি বছরে সবচেয়ে বেশি কর্মী গিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব ও ওমানে। তবে সৌদি আরবে প্রবাসী কর্মীদের ভিসার কার্যক্রম চলছে অন্যদিকে বিমান চলাচল স্বাভাবিক না হওয়ার ফলে টিকিটের দাম কয়েকগুণ বেড়ে যাওয়ার ফলে কর্মী যাওয়ার সংখ্যা কমেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post