বিশ্বে এই সপ্তাহেই মহাজাগতিক বিরল ঘটনা ঘটতে যাচ্ছে। পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ঘটবে চলতি মাসেই। ৮ এপ্রিল দেখা যাবে বিরল এই সূর্যগ্রহণ।
তবে এই গ্রহণ দেখা যাবে না ভারত এবং বাংলাদেশ থেকে। কেবল মাত্র মেক্সিকো থেকে কানাডা পর্যন্ত অঞ্চলে দেখা যাবে এই গ্রহণ। তবে এই মহাজাগতিক দৃশ্য দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে গোটা বিশ্ব।
কয়েক দিন আগেই হয়েছে চন্দ্রগ্রহণ। এবার ৮ এপ্রিল হতে চলেছে চলতি বছরের প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। মেক্সিকো থেকে কানাডা পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চলে দেখা যাবে সেই গ্রহণ। এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে গোটা বিশ্ব।
কারণ এবার যে গ্রহণ হতে চলে সেটা নানা কারণেই গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। আর তাই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখার আশায় অধীর আগ্রহে অপেক্ষা করছেন অনেকেই।
সূর্যগ্রহণ ২০২৪ কখন হবে?
মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার হিসাবে, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ১ থেকে সাড়ে ৪ মিনিট পর্যন্ত স্থায়ী হবে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে সবচেয়ে দীর্ঘ সময় দেখা যাবে এই গ্রহণ, সেখানে ৪ মিনিট ২৭ সেকেন্ড পর্যন্ত দেখা যাবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বলে জানানো হয়েছে। সেই সময় চাঁদ সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলবে। ফলে দিনের বেলাতেই নেমে আসবে অন্ধকার।
সূর্যগ্রহণ কোথা থেকে দেখা যাবে?
৮ এপ্রিল বাংলাদেশের সময়, রাত ৯টা ৪৩ মিনিট থেকে রাত ২টা ৫২ মিনিটের মধ্যে এই সূর্যগ্রহণ হবে। ফলে ভারত , বাংলাদেশ এবং আশেপাশের অঞ্চলে থেকে সেটা দেখা যাবে না। এই সূর্যগ্রহণ দেখা যাবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার কয়েকটি জায়গা থেকে ।
সেই সঙ্গে ক্যারিবিয়ান অঞ্চলের বিভিন্ন দেশের পাশাপাশি কলম্বিয়া, ভেনেজুয়েলা, স্পেন, ব্রিটেন, আয়ারল্যান্ড, পর্তুগাল ও আইসল্যান্ডের কয়েকটি স্থান থেকে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে বলে জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা।
বাংলাদেশ থেকে সূর্যগ্রহণ দেখার উপায়
বাংলাদেশ, ভারত এবং আশেপাশের অঞ্চল থেকে থেকে সূর্যগ্রহণ দেখা না গেলেও চাইলে নাসার ওয়েবসাইট থেকে সরাসরি পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে। ফলে সূর্যগ্রহণ দেখতে আগ্রহী ব্যক্তিরা সহজেই স্মার্টফোন বা কম্পিউটারের মাধ্যমে অনলাইনে সরাসরি পূর্ণ সূর্যগ্রহণ দেখতে পারবেন। জ্যোতির্বিজ্ঞানীরা জানান, চলতি বছর দুটি আংশিক সূর্যগ্রহণও দেখা যাবে।
৮ এপ্রিলের সূর্যগ্রহণ কেন বিরল?
জ্যোতির্বিজ্ঞানীরা জানান, এই সূর্যগ্রহণ হতে চলেছে বিরল। তারা জানিয়েছেন, এক মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকতে চলেছে বিশ্ববাসী! কারণ, ৫০ বছর পর হতে চলেছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ।
এদিকে, এই সূর্যগ্রহণটি ১৮০৬ সাল থেকে মার্কিন ইতিহাসে দীর্ঘতম গ্রহণ হবে। বিজ্ঞানীরা জানিয়েছেন, শেষ বার এই দীর্ঘ পূর্ণগ্রাস গ্রহণ হয়েছিল ১৯৭৩ সালে। এই রকম দৃশ্য আবার দেখার আরও অনেক বছর অপেক্ষা করতে হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post