অবৈধ প্রবাসীদের দেশে ফেরাতে আজ (১৫-নভেম্বর) থেকে নিবন্ধন শুরু করেছে ওমানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। দেশটির অবৈধ প্রবাসীদের কোনো ধরণের জরিমানা ছাড়াই নিজ দেশে ফেরত যেতে এমন উদ্যোগ নিয়েছে ওমান সরকার। ইতিমধ্যেই অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করেছে ওমানের জনশক্তি মন্ত্রণালয়।
আউটপাশের জন্য নিবন্ধন করতে সকাল থেকেই দূতাবাসে ভিড় করেন অসংখ্য প্রবাসী। অল্প সময়ের জন্য ওমান সরকার ঘোষিত আউটপাশ নামক সোনার হরিণের হাতছাড়া করতে চাননা কেউ। দূতাবাসের পক্ষথেকে একটি আবেদন ফরম দেওয়া হচ্ছে সবাইকে। উক্ত ফরম পূরণের মাধ্যমে একজন অবৈধ প্রবাসী কোনো ধরণের জরিমানা ছাড়াই ওমান থেকে দেশে ফেরার সুযোগ পাবেন।
আরো পড়ুনঃ মানব সেবার আড়ালে ওমানে কোটি টাকার জালিয়াতি
গত ১০ নভেম্বর ওমান শ্রম মন্ত্রণালয় ঘোষণা দেয় আউটপাশ নামক সোনার হরিণের। ঘোষণা অনুযায়ী যেসব প্রবাসী ওমান ত্যাগ করতে চায়, তারা আজ (১৫ নভেম্বর) থেকে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ওমান ত্যাগ করলে কোনো ধরণের জরিমানা লাগবেনা। সেইসাথে নিয়োগকর্তা এবং প্রবাসী কর্মীদের দ্বারা প্রদেয় সমস্ত ফি ও জরিমানা থেকে অব্যাহতি পাবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post