মুসলিম বিশ্বে সবচেয়ে মর্যাদাপূর্ণ দুই মসজিদ মক্কার পবিত্র মসজিদুল হারাম এবং মদিনার মসজিদে নববীতে মুসলিমদের বিয়ে পড়ানোর অনুমোদন দিয়েছে সৌদি আরব। হজ এবং ওমরাহ যাত্রীদের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে এই সিদ্ধান্ত নেয় সৌদি সরকার।
তবে এ আয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করতে হবে বলে জানিয়েছে গালফ নিউজ।
সৌদির বিবাহবিষয়ক কর্মকর্তা মাসুদ আল জাবরি বলেন, ইসলামে মসজিদে বিয়ে পড়ানোর অনুমোদন রয়েছে। মহানবী মুহাম্মদ (সা.) মসজিদে এক সাহাবির বিয়ে পড়িয়েছেন। মসজিদে বিয়ে পড়ানোর রীতি মদিনাবাসীর মধ্যে অনেক আগে থেকেই ছিল।
কর্মকর্তা আরও জানান, মসজিদুল হারাম বা মসজিদে নববীতে বিয়ের আয়োজনে বেশ কিছু নির্দেশনা অনুসরণ করতে হবে। নির্দেশনা অনুযায়ী উচ্চস্বরে আওয়াজ করে মুসল্লিদের মনোযোগে ব্যাঘাত সৃষ্টি করা যাবে না। সর্বোপরি পবিত্রতা সুরক্ষায় সচেতন থাকার পাশাপাশি মসজিদে কফি, মিষ্টান্নসহ ও অন্যান্য খাবার বেশি আনা যাবে না।
এদিকে, ২০২৩ সালে সৌদিতে ১৩ কোটি ৫৫ লাখের বেশি মুসলিম ওমরাহ পালন করেন। একই বছর ১৮ লাখ ৪৫ হাজার ৪৫ জন পবিত্র হজ পালন করেন, যার মধ্যে বিদেশি ছিলেন ১৬ লাখ ৬০ হাজার ৯১৫ জন। গত এক বছরে ২৮ কোটির বেশি মুসল্লি মসজিদে নববী ও পবিত্র রওজা শরিফ জিয়ারত করেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post