মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে মসজিদে ইফতারি খাওয়া এবং ছবি তোলা নিষিদ্ধ ঘোষণা করেছে। আসছে পবিত্র রমজান মাস শুরু হওয়ার আগেই এই ঘোষণা দিয়েছে সৌদি সরকার। কারন হিসেবে জানানো হয় ইফতারির খাবার মসজিদের পরিচ্ছন্নতা নষ্ট করে, এ বিষয়টি মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নিয়েছে ইসলাম বিষয়ক মন্ত্রণালয়।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম জানায়, গেল সপ্তাহে ইসলাম বিষয়ক মন্ত্রণালয় একটি নোটিশ জারি করে, এতে বলা হয়, ‘সৌদি আরব সরকার নির্দেশনা দিচ্ছে ইফতারি পণ্য নিয়ে মসজিদে যাওয়া যাবে না। মসজিদের পরিচ্ছন্নতার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে’।
উক্ত নোটিশে আরো বলা হয়েছে, ‘ইমাম ও মুয়াজ্জিন মসজিদে উন্মুক্ত স্থানে ইফতারির জন্য জায়গা খুঁজে বের করবেন। তবে ইফতারির জন্য অস্থায়ী কোনো রুম বা তাঁবু স্থাপন করা যাবে না’।
নোটিশে আরো বলা হয়, রোজাদারদের ইফতারি কেনার জন্য ইমাম ও মুয়াজ্জিনরা যেন কোনো ধরনের অর্থ ও তহবিল সংগ্রহ না করেন।
এদিকে, ইফতারির ওপর নিষেধাজ্ঞা দেওয়া ছাড়াও মসজিদের ভেতর কোনো ধরনের ক্যামেরা ব্যবহার বা ছবি না তোলার জন্যও নির্দেশ দেওয়া হয়। মসজিদের ভেতর ক্যামেরা স্থাপন করে অনলাইনসহ কোনো ধরনের মিডিয়ায় তা সরাসরি সম্প্রচার করা যাবে না।
এদিকে, মধ্যপ্রাচ্যে আগামী ১০ মার্চ রাতে পবিত্র রমজান মাসের চাঁদ দেখার প্রস্তুতি নেওয়া হয়েছে। আরব আমিরাত ভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানিয়েছে, ঐদিন চাঁদ দেখার সম্ভাবনা নেই।
এবার মধ্যপ্রাচ্যে আগামী ১১ মার্চ থেকে রমজান শুরু হতে পারে। চাঁদ দেখা সাপেক্ষে ঐদিন রাতে মধ্যপ্রাচ্যের মুসলিমরা প্রথম তারাবির নামাজ আদায় করবেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post