দীর্ঘদিন পর অবশেষে করোনা নিয়ন্ত্রণে এসেছে মধ্যপ্রাচ্যের দেশ ওমানে। ইতিমধ্যেই আগামী পহেলা অক্টোবর থেকে দেশটির সকল এয়ারপোর্ট খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সুপ্রিম কমিটি। ইতিমধ্যেই কিছু ফ্লাইটে প্রতিনিয়ত ওমান যাচ্ছেন বাংলাদেশ থেকে। এমতাবস্থায় ছুটিতে দেশে এসে আটকেপড়া প্রবাসীদের পুনরায় ওমান যেতে বেশকিছু নির্দেশনা এবং শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে দেশটির সরকার।
ওমান সরকারের দেওয়া নির্দেশনা এবং শর্ত পূরণের মাধ্যমে যেকোনো প্রবাসী চাইলেই পুনরায় ওমান যেতে পারবেন বলে জানিয়েছেন ওমান থেকে আল সাফার ট্রাভেল এজেন্টের চেয়ারম্যান শেখ ফাহাদ। মঙ্গলবার প্রবাস টাইমের লাইভে এসে তিনি এই তথ্য দেন।
আরো পড়ুনঃ ওমান ফেরা নিয়ে জটিলতায় প্রবাসীরা
তবে বর্তমান সময়ে ওমান যেতে টিকিট এবং আনুষঙ্গিক ডকুমেন্ট বাবদ একজন প্রবাসীকে ২৫০ থেকে ২৬০ রিয়াল (যা বাংলাদেশী টাকায় প্রায় ৬০ হাজারের মতো) খরচ হতে পারে বলে জানান শেখ ফাহাদ। ওমানের অধিকাংশ প্রবাসী যেহেতু ফ্রি ভিসার এবং এদের মধ্যে অনেকেরই স্পন্সরের সাথে তেমন যোগাযোগ নেই, সেক্ষেত্রে তাদের জন্য পুনরায় ওমান যাওয়ার ব্যাপারে সহজ উপায় কি এমন প্রশ্ন করলে শেখ ফাহাদ বলেন,
সিংকঃ এ ব্যাপারে শেখ ফাহাদের বক্তব্য
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post