জাপানের ইয়াকুশিমা দ্বীপে একটি মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে ৮ জন আরোহী ছিলেন। ৮ আরোহী নিয়ে মার্কিন সামরিক বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে, স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, জাপানের ইয়াকুশিমা দ্বীপে বিমানটি বিধ্বস্ত হয়। জাপানি কোস্টগার্ড জানিয়েছে, এক আরোহীকে খুঁজে পাওয়া গেছে। তবে আরোহীদের অবস্থা স্পষ্ট নয়।
কর্মকর্তারা জানিয়েছেন, ইয়াকুশিমার কাছে উড়োজাহাজটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে। কাগোশিমা প্রশাসনিক অঞ্চলের ইয়াকুশিমা জাপানের কিউশু দ্বীপের দক্ষিণে অবস্থিত।
সিভি-২২ ওস্প্রে নামের এয়ারক্র্যাফটটি ইয়ামাগুচি অঞ্চলের ইওয়াকুনি ঘাঁটি থেকে ওকিনাওয়ার কাদেনা ঘাঁটির দিকে যাচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। জরুরি কারণে ইয়াকুশিমা বিমানবন্দরে অবতরণের চেষ্টার সময় সেটার বাম ইঞ্জিনে আগুন ধরে যায়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post