জমকালো আয়োজনের মধ্য দিয়ে মাস্কাটের উত্তর আল হেইলের মিথাক হাইপার মার্কেটে ৪৩ তম নতুন শাখার উদ্বোধন করলো। বৃহস্পতিবার লুলু এক্সচেঞ্জ ওমানের পরিচালক শেখ মোহাম্মদ হামেদ আলী আল গাজালি, লুলু ফাইন্যান্সিয়াল হোল্ডিংস-এর এমডি জনাব আদিব আহমেদ এবং বিভিন্ন দেশের কমিউনিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে নতুন এই শাখার উদ্বোধন করেন সিব উইলায়তের ডেপুটি ওয়ালি শেখ আল মুতাসিম আবদুল্লাহ আল সিয়াবি। এছাড়াও কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির বাংলাদেশ বিজনেস প্রধান আহমাদ উল্লাহ বলেন, প্রবাসীরা লুলু এক্সচেঞ্জের মাধ্যমেই সর্বোচ্চ রেমিট্যান্স পাঠিয়ে থাকে। রেমিটেন্স যোদ্ধাদের সেবা দেয়ার লক্ষ্যে ওমানের প্রত্যেকটি অঞ্চলে লুলুর শাখা নিয়ে যাওয়া হচ্ছে, এছাড়া তিনি গ্রাহকদের ভালোবাসা এবং আস্থার প্রতি কৃতজ্ঞতা জানান।
তিনি বলেন, অবৈধ পথে হুন্ডির মাধ্যমে টাকা না পাঠিয়ে বৈধপথে রেমিট্যান্স পাঠালে একদিকে ব্যক্তি যেমন নিরাপদ থাকেন, আবার দেশও উপকৃত হয়। এসময় প্রবাসীদেরকে অবৈধ পথ পরিহার করে এক্সচেঞ্জের মাধ্যমে রেমিট্যান্স পাঠানোর অনুরোধ জানান বক্তারা।
বর্তমানে ওমানে যে কয়টি মানি এক্সচেঞ্জ কোম্পানি রয়েছে, লুলু এক্সচেঞ্জ তারমধ্যে অন্যতম। মধ্যপ্রাচ্যের সুপ্রসিদ্ধ কোম্পানি লুলু ফাইন্যান্সিয়াল হোল্ডিং এর এটি অঙ্গ প্রতিষ্ঠান। গোটা ওমান সহ মধ্যপ্রাচ্যে এবং বিশ্বের বিভিন্ন দেশে লুলু এক্সচেঞ্জের ৩১০ টি শাখা রয়েছে। লুলু এক্সচেঞ্জের মাধ্যমে নিরাপদে, সর্বোচ্চ রেটে এবং দ্রুততম সময়ে টাকা পাঠাতে পেরে সন্তুষ্ট ওমানের বাংলাদেশী প্রবাসীরাও।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post