ওমানের সালাল শহরে ছাদ থেকে পড়ে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম কাজী মোহাম্মদ হাবিবুল্লাহ, বয়স ২৬ বছর। তিনি সেনবাগের কাবিলপুর ইউনিয়নের ইয়ারপুর গ্রামের মৃত আবদুল মালেকের ছেলে।স্থানীয় সময় মঙ্গলবার দুপুর ১টায় ভবনের ছাদ থেকে পড়ে মৃত্যু হয় তার।
খুব শিগগিরই মোহাম্মদ হাবিবুল্লাহর বাংলাদেশে আসার কথা ছিলো। তার মৃত্যুর সংবাদ গ্রামের বাড়িতে পৌছালে পরিবারে শুরু হয় শোকের মাতম।কাজী হাবিবুল্লাহ উপজেলার কাবিলপুর ইউনিয়নের ইয়ারপুর গ্রামের কাজীমুদ্দিন ব্যাপারী বাড়ির মৃত আবদুল মালেকের ছেলে। মৃত্যুকালে মা, দুই ভাই ও একবোন রেখে গেছেন হাবিবুল্লাহ।
প্রবাসী বাংলাদেশির মরদেহ দেশে আনার জন্য সরকারের কাছে সহযোগিতা চেয়ে ইউপি সদস্যের আবেদন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
