রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ইসলাম অবমাননা ও ইসলামবিদ্বেষ ছড়ানো সুইডেনের মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোতে দেশটির যোগদানের সম্ভাবনা শেষ করে দিয়েছে। সুইডেন কোনোভাবেই তুরস্ককে ভেটো প্রদান না করতে রাজি করাতে পারেনি।
তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোগান স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের বাইরে ‘প্রতিবাদ’ জানানো তথা কোরআন পোড়ানো অনুমোদন করায় সুইডিশ সরকারের প্রতি ক্রুদ্ধ হয়ে আছেন। এরদোগান বলেছেন, ‘যারা অপরাধের অনুমতি দেয়, তারা অপরাধকারীদের মতোই দায়ী।’ তিনি বলেন, কোরআন পোড়ানো বন্ধ না হওয়া পর্যন্ত সুইডেনের ন্যাটোতে প্রবেশের সুযোগ নেই।
তুরস্ক আরেকটি কারণে ন্যাটোতে সুইডেনের অন্তর্ভুক্তির বিরোধী। সেটা হলো কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির পিকেকে উগ্রবাদীদের সুইডেনের আশ্রয় প্রদান।
সুইডেন জানিয়েছে, তারা তুরস্কের সাথে আলোচনা করতে রাজি হওয়ার মাধ্যমে এই শর্তটি পূরণ করেছে। এমনকি সন্ত্রাসী সংগঠনটিকে অবৈধ করে একটি বিলও আনা হয়েছে। সুইডিশ সরকার এখন পবিত্র গ্রন্থে অগ্নিসংযোগকে অপরাধ হিসেবে চিহ্নিত করে একটি আইন প্রণয়নের চিন্তা করছে।
এবার পবিত্র গ্রন্থ পোড়ানোকে অনুমতি দিয়ে যে লোকসান সুইডেন গুনেছে তা তাদের হুঁশ ফিরিয়েছে। সুইডেনের আইনমন্ত্রী গানার স্ট্রোমার বৃহস্পতিবার বলেন, ‘বর্তমান ব্যবস্থা ভালো না খারাপ, তা নিয়ে চিন্তা করছি এখন। আমরা গত সপ্তাহে দেখেছি যে কোরআন পোড়ানো আমাদের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করেছে।’
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post