সংযুক্ত আরব আমিরাতের জাতীয় জরুরি অবস্থা, সংকট ও দুর্যোগ পরিচালনা কর্তৃপক্ষ, বিদেশ বিষয়ক আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয় ও দেশটির ফেডারেল কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে, সংযুক্ত আরব আমিরাতের সকল নাগরিকদের বিমানবন্দর বা স্থলবন্দর দিয়ে স্বাস্থ্যবিধি মেনে ও সাবধানতা অবলম্বন করে বিদেশ ভ্রমণ করতে পারবেন।
আরও পড়ুনঃ ওমান প্রবাসীদের উদ্দেশ্যে বিশেষ ঘোষণা
সংযুক্ত আরব আমিরাত থেকে যাওয়ার সময় ও ফিরে আসার সময় যাত্রীদের স্বাস্থ্যে পরীক্ষা, সাবধানতা অবলম্বন করার উপর জোর দেওয়া হয়েছে। এই ক্ষেত্রে প্রতিটি বিমানবন্দরে একটি গাইডলাইন প্রদান করবে আমিরাত সরকার। প্রত্যেক যাত্রীদের আমিরাতে আসা ও যাওয়ার সময় বাধ্যতামূলক প্রয়োজনীয়তা অবলম্বন করতে হবে। ভ্রমণের সময় যোগাযোগের সুবিধার্থে কেবল সংযুক্ত আরব আমিরাতের নাগরিকদের অবশ্যই ‘টোয়াজুডি’ দিয়ে নিবন্ধন করতে হবে। নাগরিক ও বাসিন্দাদের করোনা পরীক্ষা করে নিতে হবে। তবে প্রতিটি ব্যাক্তি যারা ভ্রমণে যাবেন তারা ৪৮ ঘন্টা আগে পরীক্ষা করতে হবে। প্রত্যেক ভ্রমণকারীয়ের করোনার মেডিকেল প্রশংসাপত্র দেখাতে হবে।
আরও দেখুনঃ প্রবাস টাইম ও সাংবাদিক হাসান নিয়ে ওমানের রাষ্ট্রদূত যা বললেন
আমিরাত থেকে ভ্রমণের অনুমতি কেবলমাত্র ঐই ব্যক্তি পাবে যাদের করোনা নেগেটিভ এসেছে। একই সাথে অবশ্যই আন্তর্জাতিক স্বাস্থ্য বীমা করা থাকতে হবে। তবে কোনও ধরনের অবৈধ ভ্রমণের অনুমতি দেওয়া হবে না বলেও জানিয়েছে আমিরাত সরকার।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post