সুদানে আটকেপড়া বিদেশিদের সরিয়ে আনার কার্যক্রম অব্যাহত রেখেছে সৌদি আরব। রোববার (৩০ এপ্রিল) নতুন করে সুদান থেকে আকাশ ও সমুদ্রপথে সৌদি নাগরিকসহ মোট ১৩৩ জন জেদ্দায় পৌঁছেছে। খবর সৌদি গেজেটের।
সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রোববার সকালে ৩৬ জন পাকিস্তানি ও ৪৫ জন সৌদি নাগরিক রয়্যাল সৌদি এয়ার ফোর্সের (আরএসএএফ) একটি বিমানে করে কিং আবদুল্লাহ বিমান ঘাঁটিতে পৌঁছেছে। এছাড়া একই দিন বিকেলে ওমান, মার্কিন যুক্তরাষ্ট্র এবং নেপালের আরও ৫২ জন জেদ্দায় পৌঁছে।
সুদানের সাবেক প্রধানমন্ত্রী আবদাল্লা হামদক সতর্ক করে দিয়ে বলেন, দ্রুত এই সংঘাত বন্ধ না করা গেলে এটি বিশ্বের সবচেয়ে বাজে গৃহযুদ্ধের একটি হতে পারে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post