অভিবাসীদের জন্য নতুন অস্থায়ী কর্ম ভিসা চালু করেছে সৌদি আরব। এই ভিসাধারীরা প্রথমে ৩ মাস সৌদিতে থেকে কাজ করতে পারবেন, পরে তাদের আবেদনসাপেক্ষে ভিসার মেয়াদ আরও বাড়ানো হবে।
সৌদি সরকারের নতুন ওয়েবসাইট কিওয়া’র মাধ্যমে আবেদন করতে হবে এই ভিসার জন্য। ভিসা পাওয়ার তিন মাস পর যদি তার মেয়াদ বাড়াতে হয়, সেক্ষেত্রেও আবেদন করতে হবে কিওয়া’তেই।
প্রবাসের সকল ধরনের নিউজ সবার আগে পেতে ডাউনলোড করুন প্রবাস টাইম মোবাইল অ্যাপ
সৌদির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, আবেদন করার পর দ্রুততম সময়ের মধ্যে ইস্যু করা হবে ভিসা। তবে নতুন এই ভিসাটি পেতে হলে কিছু শর্ত পূরণ করতে হবে আবেদনকারীকে।
আর সেসবের মধ্যে প্রধান শর্ত— আবেদনকারী যদি কোনো বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী হন— সেক্ষেত্রে অবশ্যই ওই প্রতিষ্ঠানকে সরকারি নিবন্ধিত প্রতিষ্ঠান হতে হবে।
এছাড়া দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি কোনো আবেদনকারীর ব্যাপারে আপত্তি জানায়, সেক্ষেত্রে তার আবেদন গ্রহণ করা হবে না। কোনো আবেদনকারী ভিসা পাওয়ার পর তা বাতিল করতে চান, সেক্ষেত্রে তাকে কিউয়ার মাধ্যমে ভিসা বাতিলের আবেদন করতে হবে।
সেই আবেদনের ৩০ দিন পর ভিসা বাতিল হবে। ভিসা বাতিল হলে আবেদনকারী ভিসাবাবদ যে অর্থ প্রদান করেছিলেন, তা থেকে ৩০ দিনের অর্থ কেটে রেখে বাকি অর্থ আবেদনকারীকে ফেরত দেওয়ার নিয়মও রেখেছে সৌদির সরকার।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post