সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ২২ ওমরাহ যাত্রীর মধ্যে কমপক্ষে ১০ জন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৯ জন। মৃত্যের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার সৌদিতে বাংলাদেশ কনস্যুলেট বিষয়টি নিশ্চিত করেছেন।
সৌদি প্রেস এজেন্সি জানায়, সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশের আবহাতে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা সকলেই আবহা থেকে ওমরাহ পালনের উদ্দেশ্যে মক্কা যাচ্ছিলেন। আবহা থেকে মক্কা শহরের সংযোগকারী ১৪ কিলোমিটার দীর্ঘ আকাবাত শার সড়কে সোমবার বিকেল ৪টায় এই দুর্ঘটনা ঘটে।
সড়কে থাকা একটি সেতুর সঙ্গে ধাক্কা লেগে বাসটি উল্টে যায় এবং তাতে আগুন ধরে যায়। নিহতদের স্থানীয় হাসপাতালের হিমাগারা এবং আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়। সিভিল ডিফেন্স ও রেড ক্রিসেন্টের উদ্ধারকারী দল ঘটনাস্থলে উদ্ধার কাজ করে। তারা ঘটনাস্থল ঘিরে রেখেছে।
মক্কা থেকে প্রায় সাড়ে ৬০০ কিলোমিটার দূরবর্তী সংযোগ সড়কটি পাহাড় কেটে তৈরি করা হয়েছিল। এরমধ্যে ১১টি টানেল এবং ৩২টি সেতু রয়েছে। সৌদি আরবে জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য ইতোমধ্যে প্রতিনিধি পাঠানো হয়েছে বলে জানিয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post