জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় আয়োজিত পর্যটন বিষয়ক একটি সম্মেলনে অংশ নিতে ইসরাইলি প্রতিনিধি দলের ভিসা আবেদন বাতিল করেছে সৌদি আরব। তেহরান ও রিয়াদের কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনে ঐকমত্য নিয়ে আলোচনার মধ্যে ইসরাইলি প্রতিনিধি দলের ভিসা আবেদন প্রত্যাখানের খবর এলো। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ খবর দেয়া হয়েছে।
আল জাজিরার প্রতিবেদন মতে, চীনের রাজধানী বেইজিংয়ে দুই দেশের শীর্ষ কর্মকর্তাদের একটি বৈঠক হয়। ওই বৈঠকের শুক্রবার (১০ মার্চ) সম্পর্ক স্বাভাবিক করার ব্যাপারে সমঝোতা হয়েছে। ২০১৬ সালে তেহরান ও রিয়াদ একে অপরের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক চ্ছিন্ন করে। তবে সম্পর্ক স্বাভাবিক করতে সম্প্রতি আলোচনা শুরু করেন উভয় দেশের কর্মকর্তারা।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা শুক্রবার এক প্রতিবেদনে জানায়, আলোচনার মাধ্যমে ইরান ও সৌদি আরব কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনে সম্মত হয়েছে। আগামী দুই মাসের মধ্যে ফের দূতাবাস চালু করার সিদ্ধান্তও নিয়েছে তারা। এদিকে জাতিসংঘের ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশনের (ইউএনডব্লিুউটিও) উদ্যোগে সৌদি আরবের উত্তর-পশ্চিমাঞ্চলীয় আল-উলা শহরে রোববার ও সোমবার (১২ ও ১৩ মার্চ) দুই দিনব্যাপী একটি পর্যটন বিষয়ক সম্মেলনের আয়োজন করে।
সেই সম্মেলনে অংশ নিতে ইসরাইলের উত্তরাঞ্চলীয় কাফ্র কামা শহরের একটি প্রতিনিধি দলসহ বিশ্বের ২২টি দেশকে আমন্ত্রণ জানানো হয়। তবে অন্য দেশগুলোকে ভিসা দিলেও ইসরাইলি প্রতিনিধি দলকে ভিসা দেয়নি রিয়াদ।
আরও পড়ুন: ওমানে ডেলিভারীর জন্য প্রস্তুত (MRP) পাসপোর্টের তালিকা
ইসরাইলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্টের প্রতিবেদন মতে, ভিসা পেতে দেরি হওয়ায় চলতি মাসের শুরুর দিকে ইসরাইলি প্রতিনিধি দলের মধ্যে উদ্বেগ তৈরি হয়। তারা বিষয়টি ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে। পররাষ্ট্র মন্ত্রণালয় জাতিসংঘের পর্যটন বিষয়ক সংস্থার কাছে একটি চিঠি পাঠায় যাতে ইসরাইলি প্রতিনিধি দলকে ভিসা দেয়ার ব্যবস্থা করা হয়। কিন্তু সৌদি কর্তৃপক্ষ ইসরাইলি প্রতিনিধিদলকে ভিসা দিতে রাজি হয়নি।
সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন সম্পর্ক স্বাভাবিক করার পর সৌদি আরবের সঙ্গে সম্পর্ক উন্নয়নে দীর্ঘদিন ধরে নানামুখী তৎপরতা চালাচ্ছে ইসরাইল। রিয়াদের সঙ্গে তেল আবিবের সম্পর্ক প্রতিষ্ঠার সম্ভাবনা নিয়ে অনেকের মধ্যে একটা ইতিবাচক ধারণা তৈরি হয়েছিল। তবে ভিসা আবেদন প্রত্যাখ্যান করার পর বর্তমান বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post