ওমানের শিক্ষা মন্ত্রণালয় ও ওমান এয়ার আগামী ২ জুলাই ওমান থেকে কাতারে একটি বিশেষ ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে। মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির গণমাধ্যমে বলা হয়েছে, “উচ্চ শিক্ষায় যারা কাতারে পড়াশোনা করছে বা যারা বিদেশের শিক্ষার্থী রয়েছে তাদের কাতারে ফেরত যাওয়ার জন্য আগামী ৪ জুলাই দুপুর সাড়ে ১১ টায় মাস্কাট থেকে কাতারের দোহাতে একটি ফ্লাইট পরিচালনা করবে। তবে যারা কাতার যাবে তাদের নিম্নলিখিত শর্ত মেনে চলতে হবে।
১. সর্বনিম্ন ১০০ জন যাত্রী হতে হবে।
২. ইকোনোমিক টিকেটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৯০ ওমানি রিয়াল।
৩. বিজনেস ক্লাসের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১৮০ ওমানি রিয়াল।
৪. টিকিটটি ফেরতযোগ্য নয়।
৫. ফ্লাইট কনফার্মেশনের শেষ তারিখ ২ জুলাই। ন্যূনতম যাত্রীর সংখ্যা ১০০ হলে টিকিট দেওয়া শুরু হবে।
আরও পড়ুনঃ অবশেষে ওমান থেকে চালু হচ্ছে বিমানের বিশেষ ফ্লাইট
বিজ্ঞপ্তিত্তে বলা হয়েছে, যারা ফিরে আসতে চায় তাদের অবশ্যই টিকিট বুক করতে হবে। যাত্রীদের নাম এবং দোহায় তাদের ভ্রমণের বিবরণ সম্পর্কে বিস্তারিত জানাতে হবে। যেসকল যাত্রী দোহা টু মাস্কাট টিকিট বুকিং করতে চায় তাদের রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত টিকিট বুকিং করতে পারবেন। এছাড়াও বিস্তারিত তথ্যের জন্য টেলিফোন: +968 93561117 / +968 24765142 অথবা [email protected] এই ঠিকানায় ইমেইল করতে বলা হয়েছে।
https://www.youtube.com/watch?v=ICYwzvYZ4uE
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post