ওমান ওয়ার্কার্সের জেনারেল ফেডারেশন গত ৫ দিনের ব্যবধানে শ্রমিকদের অধিকার লঙ্ঘনের ১৬ টি অভিযোগ পত্র গ্রহণ করেছে। ফেডারেশন জানিয়েছে, বেশিরভাগ অভিযোগ পত্রই শ্রমিকদের মজুরি কাটা, বকেয়া বেতন পরিশোধ না করা, বাধ্যতামূলক অবসরে পাঠানো ও বার্ষিক ছুটি না দেওয়ার মতো অভিযোগ রয়েছে।
আরও পড়ুনঃ বাজেটে প্রবাসীদের সুনির্দিষ্ট বরাদ্দের দাবি
ফেডারেশন অনলাইনে জারি করা একটি বিবৃতিতে বলা হয়েছে: “শ্রম প্রতিবেদন ও লঙ্ঘনের উপর নজরদারি এবং তা মোকাবিলার জন্য ওমান জেনারেল ফেডারেশনের প্রচেষ্টা অব্যাহত থাকবে। উপযুক্ত কর্তৃপক্ষের সমন্বয়ে সম্মিলিত কাজের জন্য একটি চুক্তি স্বাক্ষর করা হয়েছে।”
ফেডারেশনের তথ্য অনুসারে, জুন মাসে এখন পর্যন্ত একটি অভিযোগপত্র গ্রহণ করা হয়েছে।
আরও দেখুনঃ ওমানের প্রবাসী ব্যবসায়ীরা যেমন আছেন?
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post