ওমানে আশংকাজনক হারে বাড়ছে এইডস রোগী। এমতাবস্থায় সম্পূর্ণ বিনামূল্যে এই রোগের পরীক্ষা এবং আক্রান্তদের জন্য কাউন্সেলিং দেওয়ার ব্যবস্থা নিয়েছে ওমান সরকার। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় (এমওএইচ) বলছে, নিজের নাম পরিচয় গোপন রেখে সম্পূর্ণ বিনা খরচে এই পরিক্ষা করা যাবে ওমানে।
ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্ধারিত কেন্দ্রগুলো আক্রান্তদের জন্য প্রয়োজনীয় শিক্ষা প্রদান করবে। মন্ত্রণালয় জানিয়েছে, 24 44 19 99 নম্বরে ফোন করে বিস্তারিত জানা যাবে। সম্প্রতি এক রিপোর্টে বলা হয়েছে, ওমান এইচআইভিতে আক্রান্ত রোগীর সংখ্যা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে, প্রতি সপ্তাহে আটজন করে নতুন রোগী পাওয়া যাচ্ছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হচ্ছে আক্রান্তদের অধিকাংশ শিক্ষার্থী।
এদিকে, বাংলাদেশে বর্তমানে এইডস রোগীদের অধিকাংশই মধ্যপ্রাচ্য ও আফ্রিকার দেশগুলো থেকে ফেরা বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক, এমপি। গত পহেলা ডিসেম্বর বিশ্ব এইডস দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে ফিরে তারা তাদের পরিবারের কাছের সদস্যদের আক্রান্ত করছেন। দেশে ফেরার সময় নিজেরাও জানতে পারেনি যে, তারা এইডস আক্রান্ত হয়ে এসেছেন।
এজন্য আমরা ঠিক করেছি, দেশ ত্যাগের আগে যেভাবে এইডস পরীক্ষা করে এইচআইভি নেগেটিভ হলে তারপর বিদেশে যেতে হয়, একইভাবে দেশে প্রবেশের সময়ও তাঁদেরকে পুনরায় পরীক্ষা করা হবে। চিকিৎসকরা বলছেন, বিদেশফেরত, হিজড়া জনগোষ্ঠী, যৌনকর্মী ও ইনজেকশনের মাধ্যমে মাদক গ্রহণকারীদের মাধ্যমে এইডসে আক্রান্ত হন অধিকাংশ ব্যক্তি।
আরও পড়ুন:
ইসলামী ব্যাংকে ‘ভয়ংকর নভেম্বর’ : আমানত নিয়ে
প্রবাস থেকেই খোলা যাবে বিকাশ ও নগদের
ওমান প্রবাসী বাংলাদেশি ‘শীর্ষ সন্ত্রাসী’র লাশ
বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান করে নিলো ওমানের
শিশু আয়াতকে খুন করার ভয়ঙ্কর বর্ণনা দিলো অপরাধি
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post