ওমানের পার্কে পার্কে দিন কাটাচ্ছে বাংলাদেশি নারী রুমা আক্তার। তার দেশের বাড়ি গাজীপুর জেলার জয়দেবপুর থানার দরগারচলা গ্রামে। দালালের মাধ্যমে ওমান যেয়ে মালিকের হাতে যৌন নির্যাতনের শিকার হয়ে দূতাবাসে আশ্রয়ের জন্য গেলেও তাকে কোনো সহযোগিতা করা হয়নি এমন অভিযোগ ভুক্তভোগী নারীর। পরবর্তীতে মালিকের হাত থেকে বাঁচতে মাস্কাটের বিভিন্ন পার্কে পার্কে ঘুরে দিন রাত কাটাচ্ছেন উক্ত নারী। নিজের কাছে কোনো মোবাইল না থাকায় অন্যের মোবাইল দিয়ে নিজের এমন করুন কাহিনী তার মাকে জানালে নিজের মেয়েকে উদ্ধার করতে শরণাপন্ন হন ব্র্যাক মাইগ্রেশনের।
এমন নির্মম ঘটনা প্রবাস টাইমকে জানানোর পর সাথেসাথে উক্ত নারীকে উদ্ধার করে মাস্কাট দূতাবাসে নিয়ে যাওয়া হয়। তাকে দূতাবাসের সেইফহোমে রাখার জন্য অনুরোধ জানালে প্রবাস টাইমের প্রতিনিধিদের সাথে অত্যন্ত বাজে আচরণ করেন মাসুদ নামে দূতাবাসের এক কর্মী। এসময় ভিডিও করতে গেলে মোবাইল ছিনিয়ে নিয়ে যায় মাসুদ।
রবিবার (১৫-অক্টোবর) ব্র্যাক মাইগ্রেশনের কর্মকর্তা আল আমিন নয়ন প্রবাস টাইমকে জানান, উক্ত নারী জি.এম ওভারসীজ লিমিটেড নামে এক রিক্রুটিং এজেন্সির মাধ্যমে (আর.এল-১৯০৩) এবং মেসার্স আল-কুদ্দুস ইন্টারন্যাশনাল (আরএল-৭৭০) নামে আরেকটি রিক্রুটিং এজেন্সির যোগসাজশে তাকে ২৫ হাজার টাকা বেতনের কথা বলে ওমান পাঠানো হয়। স্থানীয় দালাল মোঃ রতন মিথ্যা প্রলোভন দেখিয়ে অসৎ উদ্দেশ্যে তাকে ২০২১ সালের ডিসেম্বর মাসে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর ছাড়পত্র দিয়ে ওমানের মাস্কাটে পাঠান।
ভুক্তভোগী ওই নারী জানান ওমান যাওয়ার পর মালিক কর্তৃক শারীরিক নির্যাতন ও তার ছেলে কর্তৃক যৌন নির্যাতনের শিকার হতে থাকেন। সারাদিন কঠোর পরিশ্রম করা সত্ত্বেও তাকে পর্যাপ্ত খাবার দেওয়া হতোনা এবং কাজ শেষে বন্দী করে রাখা হতো। তার ভিসা চেক করে জানা যায়, ওমানি মালিকের নাম তালাল মুবারক সাঈদ আল রাশেদি। রুমার এমন পরিস্থিতির কথা রিক্রুটিং এজেন্সিকে জানালে দেড় লাখ দাবী করেন এমন অভিযোগ রুমার পরিবারের। অবশেষে নিরুপায় হয়ে রুমাকে নিরাপদে দেশে ফেরত আনতে আজ রবিবার ওয়েজ আনার্স কল্যাণ বোর্ডে লিখিত আবেদন করেন রুমার মা মরিয়ম খাতুন।
আরো পড়ুন:
বাংলাদেশের উন্নয়নের প্রশংসায় সৌদি মন্ত্রী
আমিরাতে ক্ষুদ্র ব্যবসায় বিনিয়োগে আগ্রহী হচ্ছেন প্রবাসীরা
কুয়েতে বিশ্ব কুরআন প্রতিযোগিতায় ফাইনাল রাউন্ডে নির্বাচিত তিন
পায়ুপথে স্বর্ণ এনে বিমানবন্দরে দুই প্রবাসী গ্রেফতার
ওমান থেকে বিমানের ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে শতাধিক প্রবাসী
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post