বিমান দিয়ে দোকান উড়িয়ে দেয়ার হুমকি দিয়েছেন পাইলট। তার এমন কাণ্ডে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। জীবন বাঁচাতে পালাতে বাধ্য হয় এলাকাবাসী। ঘটনাটি যুক্তরাষ্ট্রের মিসিসিপি শহরে ঘটেছে বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়, ৩ সেপ্টেম্বর স্থানীয় সময় ভোর ৫টায় টুপেলো বিমানবন্দর থেকে ৯ আসনের একটি বিমান চুরি করে নিয়ে আকাশে উড়াল দেন সেই পাইলট। এর কিছুক্ষণ পরেই এয়ার ট্র্যাফিক কন্ট্রোল (এটিসি)-এ সেই পাইলট জানান, একটি দোকানের উপর ভেঙে পড়তে চলেছে বিমানটি। এরপর পুলিশ সেই পাইলটের সাথে যোগাযোগ করলে পাইলট ওয়ালমার্টের দোকানকে বিমান দিয়ে ধ্বংস করার জন্য অনুমতি প্রদানের অনুরোধ করে।
পাইলটের কথা শুনে পুলিশ ওই দোকান এবং তার পার্শ্ববর্তী এলাকা ফাঁকা করার নির্দেশ দেন। এদিকে, জীবন বাঁচাতে দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায় স্থানীয় লোকজন। আকাশে একের পর এক চক্কর দিতে থাকে বিমানটি। কিন্তু সেই হুমকি আর সত্যি হয়নি। তার আগেই ফুরিয়ে যায় প্লেনের জ্বালানি। বাধ্য হয়ে একটি মাঠে বিমান অবতরণ করাতেই হাতেনাতে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, ব্যক্তিগত শত্রুতার কারণেই ওই যুবক হামলা চালানোর চেষ্টা করেছিল। বিমানবন্দর কর্তৃপক্ষের বিরুদ্ধেও গাফিলতির অভিযোগ আনা হয়েছে। এদিকে অভিযুক্ত ওই ব্যক্তির নাম কোরি ওয়েন প্যাটারসন বলে জানিয়েছে পুলিশ।
আরো পড়ুন:
মারা গেলেন ওমান প্রবাসী আপন চার ভাই
‘প্রবাসীদের রেমিট্যান্স-যোদ্ধা বলে লাভ নেই’
ওমানে মহামারির মতো ছড়িয়ে পড়ছে বিবাহবিচ্ছেদ
ইতিহাসের সবচেয়ে বড় মাদকের চালান ধরলো সৌদি
স্বর্ণ চোরাচালান বন্ধে বাংলাদেশ ব্যাংককে চিঠি দিলো বাজুস
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post