প্রবল ধূলিঝড়ের কবলে পড়েছে সংযুক্ত আরব আমিরাত। বালুতে ঢেকে গেছে দুবাইসহ বিভিন্ন শহরের আকাশ। ধূলিঝড়ে বিপর্যস্ত সংযুক্ত আরব আমিরাতের গুরুত্বপূর্ণ কয়েকটি প্রদেশ। গণপরিবহন থেকে শুরু করে বিমানের ফ্লাইটগুলো বিপর্যয়ের মুখে পড়েছে। ঝড়ো বাতাসে মরুভূমির বালু উড়ে এসে বাতাসের সঙ্গে ভাসছে। বালুতে ঢেকে গেছে পুরো আকাশ। শ্বাস নেয়া দুষ্কর হয়ে পড়েছে এমন বৈরী পরিস্থিতিতে। শুধু তাই নয়, গণপরিবহন থেকে শুরু করে বিমানের ফ্লাইটগুলো পড়েছে বিপর্যয়ের মুখে।
দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এদিন বেশ কয়েকটি ফ্লাইট প্রতিবেশী বিমানবন্দরগুলোতে ঘুরিয়ে দেয়া হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের মধ্যদিয়ে ধূলিঝড়ের কারণেই এ পরিস্থিতি। ঝড়ের কবলেপড়া একজন বলেন, ‘ধূলিঝড়ের কারণে গাড়ি অনেক ধীরে চালাতে হয়েছে। চার থেকে পাঁচবার গাড়ি পরিষ্কার করতে হয়েছে। এ রকম ঝড় আর কখনো দেখিনি আমরা। গাড়ি নিয়ে বের হলে একটি গাড়ি থেকে অন্যটি দেখা যাচ্ছিল না।’
রোববার (১৪ আগস্ট) সকাল থেকে শুরু হওয়া এ প্রাকৃতিক বিপর্যয়ে আক্রান্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি, বাণিজ্যিক শহর দুবাই, শারজাহ ও আজমানের কিছু অংশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ঝড়ের তীব্রতা। ভোর থেকে এটি শুরু হয়েছে। কয়দিন থাকবে বলা যাচ্ছে না। ঝড়ের কবলেপড়া আরেক ব্যক্তি বলেন, ধূলিঝড়ের মাত্রা এত বেশি ছিল যে একটি বিল্ডিং থেকে অন্যটি দেখা যাচ্ছিল না। রাত থেকেই বোঝা যাচ্ছিল এমন কিছু হবে। সকালে এটি তীব্র আকারে ছড়িয়ে পড়ে।
চলমান আবহাওয়া পরিস্থিতিতে সবাইকে সতর্ক করে রেড অ্যালার্ট জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ। এর মধ্যেই শারজাহ, ফুজাইরাহ ও রাস আল খাইমাহর কিছু জায়গায় ভারি বর্ষণের পূর্বাভাস দেয়া হয়েছে।
আরো পড়ুন:
মালয়েশিয়ায় বাড়ছে ম্যালেরিয়া, প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান
পাহাড় থেকে ৬ জনকে উদ্ধার করেছে ওমান পুলিশ
সৌদি প্রবাসীদের বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানালেন রাষ্ট্রদূত
ভাইরাল পাকিস্তানি যুবকের সঙ্গে দেখা করলেন দুবাইয়ের যুবরাজ
কাতারে বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশি পোশাকের চাহিদা, বিনিয়োগ বাড়াচ্ছে প্রবাসীরা
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post