পারস্পরিক স্বার্থে দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে সম্মত হয়েছে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। আমিরাত সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের মধ্যে মঙ্গলবার (৮ মার্চ) অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের জানিয়েছেন, দুবাই এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত এ বৈঠকে উভয় নেতা নিজ নিজ দলের নেতৃত্ব দেন। বৈঠকে শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম, যিনি দুবাইয়েরও শাসক, দুদেশের মধ্যে অ্যামিরেটস ফ্লাইট পরিচালনার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
এসময় শেখ হাসিনা বলেন, বাংলাদেশ সরকার এখন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ করছে। আমরা এ লক্ষ্যে আমাদের সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছি। বাংলাদেশে সংযুক্ত আরব আমিরাতের বিপুল পরিমাণ বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ রয়েছে বলেও বৈঠকে উল্লেখ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। একইসঙ্গে কোভিড-১৯ মহামারি সফলভাবে মোকাবিলায় সংযুক্ত আরব আমিরাত সরকারের প্রশংসা করেন তিনি। পাশাপাশি দুবাইয়ের অসাধারণ উন্নয়নের জন্য আল মাকতুমের প্রশংসাও করেন প্রধানমন্ত্রী।
এ প্রসঙ্গে শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম বাংলাদেশ সরকারের প্রশংসা করে বলেন, কোভিড-১৯ ব্যবস্থাপনায় আপনিও (শেখ হাসিনা) ভাল করেছেন। এসময় আল মাকতুম বাংলাদেশের উন্নয়নের তুললে শেখ হাসিনা বলেন, আমাদের আরও উন্নয়নের অনেক সুযোগ রয়েছে। আন্তর্জাতিক নারী দিবস উদযাপনের প্রাক্কালে আমিরাত সফর করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ জানান দেশটির প্রধানমন্ত্রী।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post