ওমানের ইবরা অঞ্চলে বসবাসরত প্রবাসীদের উদ্দেশ্যে বিশেষ ঘোষণা দিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। মঙ্গলবার (৮-মার্চ) দূতাবাসের প্রথম সচিব রওশন আলা পলি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১১ ও ১২ মার্চ অর্থাৎ শুক্র ও শনিবার ইবরা অঞ্চলের বাংলাদেশী প্রবাসীদের মাঝে ই-পাসপোর্ট সহ দূতাবাসের বিভিন্ন সেবা পৌঁছে দিতে কনস্যুলার ও কল্যাণ টিম যাবে।
শুক্রবার স্থানীয় সময় ৯ টা হতে বিকেল ৫টা নাগাদ এবং শনিবার সকাল ৯টা হতে বিকেল ৪টা নাগাদ ইবরা মোটেলের সামনে এই সেবা দেওয়া হবে। দূতাবাসের বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, মেশিন রিডেবল পাসপোর্ট অর্থাৎ এমআরপি পাসপোর্ট নবায়নের ক্ষেত্রে প্রবাসীদের সাথে করে পাসপোর্টের এবং ওমানি পতাকা বা সিভিল আইডির ফটোকপি নিয়ে আসতে হবে।
এমআরপি পাসপোর্ট নবায়নে সাধারণ প্রবাসী এবং ছাত্রছাত্রীদের জন্য ১২ রিয়াল ৭০০ পয়সা ফি নির্ধারণ করা হয়েছে এবং পেশাজীবীদের পাসপোর্ট নবায়নে ৪২ রিয়াল ৪০০ পয়সা ফি নির্ধারণ করা হয়েছে। এ ছাড়াও ই-পাসপোর্ট আবেদনের জন্য প্রবাসীদের প্রথমে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এরপর উক্ত আবেদন ফরম, জন্ম নিবন্ধন/ভোটার আইডি কার্ডের কপি সাথে নিয়ে যেতে বলা হয়েছে। (প্রবাসীদের সুবিধার্থে ই-পাসপোর্ট আবেদনের অনলাইন লিংক আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে।)
এছাড়াও পূর্বের এমআরপি পাসপোর্ট এবং ওমানের রেসিডেন্স কার্ড অর্থাৎ পতাকা সাথে নিয়ে যেতে হবে। সবশেষে সরকার নির্ধারিত ফি জমা দিয়ে ই-পাসপোর্টের জন্য জমা দিতে পারবেন প্রবাসীরা। দূতাবাস থেকে আরো বলা হয়েছে, উক্ত দুইদিন গত ১০ ও ১১ ডিসেম্বর জমাকৃত স্লিপের নতুন পাসপোর্ট গুলো ডেলিভারি দেওয়া হবে। এমতাবস্থায় ইবরা ও তার আশেপাশে অবস্থানরত প্রবাসীদের দূতাবাসের সেবা নিতে আহ্বান জানানো হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post