ওমানের ধোফার প্রদেশে পাখি ও টিকটিকি শিকারের অভিযোগে বেশ কয়েকজন নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির পরিবেশ অধিদপ্তর। আজ এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানিয়েছে, “পরিবেশ আইন লঙ্ঘন করে পাখি ও টিকটিকি শিকার করার অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। কর্তৃপক্ষ সকল নাগরিকদের বন্যপ্রাণী আইন লঙ্ঘন না করার জন্য আহ্বান জানিয়েছে।
এদিকে ওমানের উত্তর আল বাতিনাহ প্রদেশের সোহার এলাকায় মেয়াদোত্তীর্ণ সার ও কীটনাশক জব্দ করেছে দেশটির কৃষি, মৎস্য ও পানিসম্পদ মন্ত্রণালয়। এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, “সোহার এলাকার বিভিন্ন খামার ও কৃষি দোকানে অভিযান চালিয়েছে কৃষি মন্ত্রণালয়। এসময় মেয়াদোত্তীর্ণ সার ও কীটনাশক জব্দ করা হয়।”
মন্ত্রণালয় আরো জানিয়েছে, “বেশি কিছুদিন ধরে সোহার এলাকায় মেয়াদোত্তীর্ণ সার ও কীটনাশক বিক্রয় হচ্ছিল। এই অভিযোগের ভিত্তিতে কৃষি অধিদপ্তর অভিযান চালায়।”
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post