ভোলার বোরহানউদ্দিনে এক কলেজছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে দুবাই প্রবাসী মো. রায়হান (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। অভিযুক্ত রায়হান উপজেলার কাচিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আবুল বশারের ছেলে বলে জানিয়েছে থানা পুলিশ।
এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন (মামলা নং–৩০)। মামলা দায়েরের পর পুলিশ বিশেষ অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে আদালতে পাঠিয়েছে বলে জানা গেছে।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় আট মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই শিক্ষার্থীর সঙ্গে রায়হানের পরিচয় ও সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘদিন মোবাইল ও ভিডিও কলের মাধ্যমে যোগাযোগের পর গত ৩০ ডিসেম্বর রায়হান দুবাই থেকে দেশে ফেরেন। এরপর বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন স্থানে দেখা-সাক্ষাৎ ও ঘোরাঘুরি করতেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
আরও
অভিযোগে আরও বলা হয়, গত সোমবার রাতে রায়হান শিক্ষার্থীর স্বজনদের বাড়িতে বিয়ের বিষয়ে আলোচনার প্রস্তাব নিয়ে যান। ওই রাতে সেখানে অবস্থান করার সুযোগ পান তিনি। পরে রাতের দিকে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত পালিয়ে যান বলে বাদীপক্ষের দাবি।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান জানান, ভুক্তভোগীর এজাহার গ্রহণের পর অভিযুক্তকে আটক করে মঙ্গলবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।










