সর্বশেষ

দুঃসংবাদ! সৌদির নতুন আইনে চাকরি হারাবেন বহু প্রবাসী

New guidelines in Saudi

সৌদি আরবে ভাগ্য বদলানোর স্বপ্নে থাকা প্রবাসীদের দুশ্চিন্তা বাড়িয়েছে দেশটির শ্রম মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা। সাম্প্রতিক এক ঘোষণায় জানানো হয়েছে, বিপণন ও বিক্রয় খাতের ১৮টি গুরুত্বপূর্ণ পেশায় এখন থেকে ৬০ শতাংশ পদেই বাধ্যতামূলকভাবে নিয়োগ দিতে হবে সৌদি নাগরিকদের। এই সিদ্ধান্তের ফলে হাজারো প্রবাসী কর্মী, যারা বছরের পর বছর ধরে মার্কেটিং, সেলস এবং ডিজাইন সেক্টরে কঠোর পরিশ্রম করে আসছিলেন, তাদের ভবিষ্যৎ ঘোর অনিশ্চয়তার মুখে পড়েছে। দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় সোমবার এ সংক্রান্ত দুটি পৃথক সিদ্ধান্তের কথা জানিয়েছে।

615822277 25735571499441240 8306450918084283180 n

প্রথম সিদ্ধান্ত অনুযায়ী, বেসরকারি খাতের মার্কেটিং পেশায় যেসব প্রতিষ্ঠানে তিন বা তার বেশি কর্মী রয়েছে, সেখানে সৌদিকরণ হার ৬০ শতাংশে উন্নীত হবে। এ সিদ্ধান্তের আওতায় মার্কেটিং ম্যানেজার, অ্যাডভার্টাইজিং ম্যানেজার, অ্যাডভার্টাইজিং এজেন্ট, মার্কেটিং স্পেশালিস্ট, গ্রাফিক ডিজাইনার, অ্যাডভার্টাইজিং ডিজাইনার, পাবলিক রিলেশনস সংশ্লিষ্ট পেশাজীবী এবং ফটোগ্রাফারসহ বিভিন্ন পদ অন্তর্ভুক্ত রয়েছে। ঘোষণা দেওয়ার তিন মাস পর থেকে সিদ্ধান্তটি কার্যকর হবে। একই সঙ্গে এসব পেশায় ন্যূনতম মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে ৫,৫০০ সৌদি রিয়াল।

দ্বিতীয় সিদ্ধান্তে, বেসরকারি খাতের বিক্রয় বা Sales পেশায়ও একইভাবে তিন বা তার বেশি কর্মী থাকা প্রতিষ্ঠানে সৌদিকরণ হার ৬০ শতাংশ করা হয়েছে। এর মধ্যে সেলস ম্যানেজার, খুচরা ও পাইকারি বিক্রয় প্রতিনিধি, আইটি ও যোগাযোগ সরঞ্জাম বিক্রয় বিশেষজ্ঞ, সেলস স্পেশালিস্ট এবং কমার্শিয়াল স্পেশালিস্টসহ বিভিন্ন পদ রয়েছে। এই সিদ্ধান্তও ঘোষণার তিন মাস পর কার্যকর হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup