মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বহনকারী এয়ার ফোর্স ওয়ান বিমানে ‘সামান্য বৈদ্যুতিক ত্রুটি’ দেখা দেওয়ায় নিরাপত্তাজনিত সতর্কতা হিসেবে ফ্লাইটটি মাঝপথে ঘুরিয়ে ওয়াশিংটন এলাকার জয়েন্ট বেস অ্যান্ড্রুজে ফিরিয়ে আনা হয়। হোয়াইট হাউস জানিয়েছে, ঘটনাটি মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬) রাতে ঘটে এবং এতে প্রেসিডেন্টের নিরাপত্তায় কোনো ঝুঁকি তৈরি হয়নি।

প্রতিবেদনগুলোতে বলা হয়, ট্রাম্পের সুইজারল্যান্ডের ড্যাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (WEF) বার্ষিক সম্মেলনে যোগ দেওয়ার উদ্দেশ্যে এয়ার ফোর্স ওয়ান যাত্রা শুরু করেছিল। উড্ডয়নের কিছুক্ষণ পরই ক্রু সদস্যরা সমস্যাটি শনাক্ত করেন এবং “অতিরিক্ত সতর্কতার” অংশ হিসেবে বিমানটি ঘুরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়।
আরও
রয়টার্সসহ একাধিক সংবাদমাধ্যম জানায়, সমস্যার কারণে ট্রাম্পের সফরে কয়েক ঘণ্টার বিলম্ব হয়। পরে তিনি ছোট একটি বিমান—সাধারণত ব্যবহৃত বোয়িং ৭৫৭ (সি-৩২)—যোগে ড্যাভোসের উদ্দেশ্যে যাত্রা অব্যাহত রাখেন।
হোয়াইট হাউস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, এ ধরনের ভিভিআইপি ফ্লাইটে সামান্য কারিগরি ত্রুটিকেও গুরুত্ব দিয়ে দেখা হয় এবং নিয়ম অনুযায়ী নিরাপত্তা পরীক্ষা-নিরীক্ষা করা হয়। সংবাদমাধ্যমে আরও বলা হয়েছে, উড্ডয়নের পর প্রেস কেবিনে কিছুক্ষণের জন্য আলো নিভে যাওয়ার ঘটনাও প্রত্যক্ষ করা হয়।
এদিকে বিমান বাহিনীর প্রকৌশলীরা ত্রুটির কারণ যাচাই করছেন বলে জানানো হয়েছে। ঘটনার পরও ট্রাম্পের ড্যাভোস সফরসূচি বড় ধরনের পরিবর্তনের তথ্য পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।











