সর্বশেষ

আমিরাতে সড়ক দুর্ঘটনায় আহত প্রবাসীর মৃত্যু

Expatriate injured in road accident dies in Abu Dhabi

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় আহত চট্টগ্রামের রাউজান উপজেলার যুবক মো. ওয়াহিদুল ইসলাম ফাহিম (২১) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি রাউজান উপজেলার বিনাজুরী গ্রামের লেলাংগারা এলাকার বাসিন্দা এবং মৃত ফরিদ আহমেদের ছেলে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, মঙ্গলবার (২০ জানুয়ারি) আবুধাবির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফাহিমের মৃত্যু হয়। এর আগে গত ১০ জানুয়ারি কর্মস্থলে যাওয়ার পথে একটি ব্যক্তিগত গাড়ির ধাক্কায় তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনার পর তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

ফাহিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার চাচা প্রবাসী মো. মিনহাজ আদিল তানজিদ জানান, ঘটনার দিন বিকেলে সাইকেল চালিয়ে কাজে যাওয়ার সময় গাড়ির ধাক্কায় আহত হন তিনি। অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয় এবং দীর্ঘ চিকিৎসার পর মঙ্গলবার সকালে তিনি মৃত্যুবরণ করেন।

পারিবারিক সূত্র আরও জানায়, মঙ্গলবার রাতে আবুধাবির সেন্ট্রাল মর্গে ফাহিমের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে বুধবার সকালে মরদেহ দেশে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। ফাহিম প্রায় দুই বছর আগে জীবিকার তাগিদে প্রবাসে যান, এবারের ঈদে দেশে ফেরার পরিকল্পনাও ছিল বলে পরিবার জানিয়েছে।

এ ঘটনায় প্রবাসে ও নিজ এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে। স্বজনরা দ্রুত মরদেহ দেশে আনতে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করছেন এবং স্থানীয়ভাবে দাফনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup