সর্বশেষ

জাল ওয়ার্ক পারমিট ব্যবহার করে মালয়েশিয়া ছাড়ার চেষ্টা, বাংলাদেশি আটক

Bangladeshi arrested for trying to leave Malaysia using fake work permit

মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআইএ) টার্মিনাল–২ থেকে জাল ভিজিট পাস ব্যবহার করে দেশত্যাগের চেষ্টা করেন এমন এক বাংলাদেশিকে আটক করেছে মালয়েশিয়ান বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন এজেন্সি (একেপিএস)। রবিবার (১৮ জানুয়ারি) বিকেলে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে পৌঁছালে তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

একেপিএস-এর বরাতে জানা যায়, বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে আন্তর্জাতিক বহির্গমন হলে নিয়মিত তল্লাশির সময় ওই ৩৯ বছর বয়সী বাংলাদেশিকে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করা হয়। তার ভ্রমণ নথি যাচাইয়ের সময় পাসপোর্টে সংযুক্ত ই-পাসটির বৈধতা নিয়ে প্রশ্ন দেখা দিলে আরও গভীরভাবে পরীক্ষা করা হয়।

তদন্তে নিশ্চিত হওয়া যায়, পাসপোর্টে থাকা ই-পাসটি সম্পূর্ণ জাল এবং কোনো সরকারি ডাটাবেইজে এর তথ্য মিলছে না। ফলে তাকে আটক করে কেএলআইএ টার্মিনাল ২-এর ইমিগ্রেশন ডিপোতে নেওয়া হয়। পরবর্তীতে তাকে একেপিএস-এর এনফোর্সমেন্ট ডিভিশনের কাছে হস্তান্তর করা হয়েছে, যেখানে বিদ্যমান আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

একেপিএস জানিয়েছে, দেশটির সীমান্ত নিরাপত্তা ও অভিবাসন ব্যবস্থাপনা আরও কঠোর করা হচ্ছে। ভুয়া নথি ব্যবহার, ইমিগ্রেশন পাস জালিয়াতি কিংবা ভ্রমণ নথির অপব্যবহারের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না বলে সংস্থাটি সতর্ক করেছে।

সংস্থাটি আরও জানিয়েছে, বিমানবন্দরসহ সব প্রবেশ ও প্রস্থান পয়েন্টে নজরদারি জোরদার করা হয়েছে, যাতে অবৈধ প্রবেশ বা প্রস্থানের কোনো প্রচেষ্টাই শনাক্তের বাইরে না থাকে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup