সর্বশেষ

ওমানে রোজা শুরুর সম্ভাব্য তারিখ ঘোষণা

Romadan

ওমানের আকাশে পবিত্র শাবান মাসের নতুন চাঁদ দেখা গেছে। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হলো রমজান মাসের দিন গণনা। দেশটিতে আগামী ৩০ অথবা ২৯ দিন পরই পবিত্র রমজান মাস শুরু হবে। যেহেতু শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটি ‘লাইলাতুল বরাত’ বা শবে বরাত হিসেবে পালিত হয়, তাই ওমানে আগামী ২ ফেব্রুয়ারি সোমবার শাবান মাসের ১৪ তারিখ পূর্ণ হবে এবং ওই দিন দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে।

শাবান মাসের চাঁদ দেখা গেছে আমিরাতের আকাশেও। আবহাওয়া অনুকূলে থাকায় দিনের আলোতেই চাঁদের একটি স্পষ্ট ছবি ধারণ করতে সক্ষম হন জ্যোতির্বিজ্ঞানীরা। ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি সেন্টারের অধীন আল খাতিম অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি সোমবার আবুধাবি থেকে ১৪৪৭ হিজরির শাবান মাসের চাঁদের একটি বিরল ছবি ধারণ করে। সংস্থাটির তথ্যমতে, স্থানীয় সময় সকাল ১১টায় ছবিটি তোলা হয়। সে সময় সূর্য ও চাঁদের মধ্যকার কৌণিক দূরত্ব ছিল ৬ দশমিক ৭ ডিগ্রি।

জ্যোতির্বিজ্ঞানীরা জানান, সাধারণত দিনের আলোতে নতুন চাঁদ দেখা কঠিন। কারণ তখন চাঁদের আলো অত্যন্ত ক্ষীণ থাকে এবং সূর্যের খুব কাছাকাছি অবস্থান করে। তবে এদিন আকাশ পরিষ্কার থাকায় চাঁদের উপস্থিতি তুলনামূলক স্পষ্টভাবে ধরা পড়ে। চাঁদ পর্যবেক্ষণের কাজে অংশ নেন অবজারভেটরির বিশেষজ্ঞ দল। তারা উন্নত জ্যোতির্বৈজ্ঞানিক ইমেজিং প্রযুক্তি ব্যবহার করে চাঁদের ছবি সংগ্রহ করেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup