সর্বশেষ

নিবন্ধন করা মালয়েশিয়া প্রবাসীদের পোস্টাল ব্যালট সংগ্রহের অনুরোধ

Bangladesh High Commission Kualalampur Malaysia

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে নিবন্ধিত মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি ভোটাররা যারা এখনো পোস্টাল ব্যালট পাননি, তাদের দ্রুত নিকটস্থ পোস লাজু অফিসে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছে কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। সোমবার (১৯ জানুয়ারি) দূতাবাসের এক বিশেষ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়।

দূতাবাস জানায়, বেশ কিছু পোস্টাল ব্যালট প্রকৃত প্রাপকের কাছে পৌঁছাতে না পারায় সংশ্লিষ্ট ঠিকানার নিকটবর্তী পোস লাজু অফিসে সংরক্ষিত রয়েছে। অনেক ক্ষেত্রে ঠিকানা অসম্পূর্ণ, অস্পষ্ট অথবা ভুল থাকার কারণে ব্যালট হস্তান্তর সম্ভব হয়নি। একই সঙ্গে বেশ কিছু প্রাপক পোস লাজুর ফোনকল রিসিভ না করায় বাড়ি পর্যন্ত বিতরণ কার্যক্রমও বাধাগ্রস্ত হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী ভোটারদের সুবিধার্থে সংশ্লিষ্ট ব্যালটগুলো নির্দিষ্ট সময় পর্যন্ত পোস লাজুর আঞ্চলিক অফিসগুলোতে রাখা থাকবে। তাই যারা এখনো পোস্টাল ব্যালট পাননি, তারা যেন অবিলম্বে নিকটতম পোস লাজু শাখায় যোগাযোগ করেন।

দূতাবাস বলেছে, সময়মতো পোস্টাল ব্যালট সংগ্রহ ও প্রেরণ নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ নিশ্চিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে প্রবাসীদের সহযোগিতা ও সচেতনতার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup