ওমানে আগামী ১৫ ও ১৮ জানুয়ারি সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। সুলতান হাইথাম বিন তারিক-এর সিংহাসনে আরোহণের বার্ষিকী (অ্যাকসেসন ডে) এবং পবিত্র শবে মেরাজ উপলক্ষে এই ছুটি নির্ধারণ করা হয়েছে। দেশটির সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ১৫ জানুয়ারি বৃহস্পতিবার এবং ১৮ জানুয়ারি রোববার সাধারণ ছুটি পালন করা হবে।
যেহেতু ওমানে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি, সে কারণে এই দুই সরকারি ছুটির সঙ্গে মিলিয়ে কর্মজীবীরা ১৫ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত টানা চার দিনের দীর্ঘ ছুটি ভোগ করবেন। ফলে সরকারি-বেসরকারি দপ্তর, ব্যাংক ও বেশিরভাগ প্রতিষ্ঠান এই সময় সীমিত কার্যক্রমে থাকবে বা বন্ধ থাকবে বলে ধারণা করা হচ্ছে।
এই সরকারি ছুটির সঙ্গে সামঞ্জস্য রেখে মাস্কাটে অবস্থিত বাংলাদেশ দূতাবাসও তাদের দাপ্তরিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৫ ও ১৮ জানুয়ারি কোনো ধরনের নিয়মিত কনস্যুলার বা প্রশাসনিক সেবা প্রদান করা হবে না।
আরও
দূতাবাসের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরকারি ছুটি শেষে আগামী ১৯ জানুয়ারি সোমবার থেকে স্বাভাবিক নিয়মে দাপ্তরিক কার্যক্রম পুনরায় শুরু হবে। তবে ছুটির দিনগুলোতে জরুরি প্রয়োজনে প্রবাসী বাংলাদেশিদের সহায়তার জন্য দূতাবাসের নির্ধারিত হটলাইন ও হোয়াটসঅ্যাপ নম্বর চালু থাকবে।
দীর্ঘ এই ছুটিকে কেন্দ্র করে প্রবাসীদের আগেভাগে প্রয়োজনীয় দাপ্তরিক কাজ সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে জরুরি সেবার নম্বরগুলো সংরক্ষণে রাখার আহ্বান জানিয়েছে দূতাবাস।










